শাহবাগের ভাগাভাগি-কে কত?

লিখেছেন লিখেছেন াগরিত ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৪:০৮ সকাল

শাহবাগের ব্লগারদের আন্দোলন গতি-প্রকৃতি হারিয়ে রাজনৈতিক মহলের ক্রিড়ানকে পরিনত হয়েছে। উদ্যোক্তরা সাধারন জনগের প্রতি আস্থা হারিয়ে শুক্রবারের মহাসমাবেশের জন্য রাজনৈতিক দল গুলির প্রতি বেশী মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে।

মহাসমাবেশে লোক সমাগমের জন্য দায়িত্ব দেয়া হয়েছে আওমিলীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ সহ বাম ঘরানার অন্যান্য দল সমুহ কে। নির্দেশ মত ছাত্রলীগ-যুবলীগ এবং মুল সংঘঠন আওমিলীগ মিলে ৬০ হাজার, বাম দল গুলি ১০ হাজার এবং বাংলা একাডেমির বইমেলায় আগত দের মধ্য হতে ৩০ হাজার লোক উপস্থিত করানোর পরিকল্পনা করা হয়।

আওয়ামিলীগ ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তি জেলা গুলি থেকে

এই লোক নিয়ে আসবে বলে জানা যায়।

রাজনিতিকরনের ফলে ব্লগারদের এই আন্দোলন ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করা হছে।

বিষয়: রাজনীতি

৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File