জূতা মারা খাইলেই কি, আমাদের সাপোর্ট শাহবাগে থাকবেই- হানিফ
লিখেছেন লিখেছেন াগরিত ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৭:২৩ সকাল
আওয়ামিলীগের হাইব্রিড নেতা হানিফ গতকাল শাহবাগে জুতা খেয়েছেন। এই জুতা মারা কম্মটি করেছে তাদেরই রাজনৈতিক সহযোগী বাম দলের ছাত্র ইউনিয়ন আর ছাত্র মৈত্রির কর্মীরা। এনিয়ে উপর্যুপরী দুই দিন সরকারের দুই নেতা শাহবাগে বৈরিতার স্বীকার হলেন। উল্লেখ্য, এর আগের দিন সংসদের উপনেতা সাজেদার প্রতি পানির বোতল নিক্ষেপ করেছিল বিক্ষোভকারীরা।
জুতা খেয়ে হানিফ শাহবাগ থেকে দ্রূত প্রস্থান করলেও জানা যায় এতে তিনি খুব একটা মাইন্ড করেন নাই, কারন এই জুতা মারা কাজটি ছিল গেম প্লেনের ই একটি অংশ। শাহবাগের 'বিক্ষোভ' 'বিক্ষোভ' খেলার মাধ্যমে বর্তমানে দানা বেধে ওঠা সরকার বিরোধী আন্দোলন কে সহজেই কক্ষচূত করা যাবে বলে আওয়ামিলীগের নীতিনির্ধারকরা মনে করছেন।
নোটঃ আওয়ামী মন্ত্রী সাহজাহান খান কোরআন বিরোধী বক্তব্য রাখার কারনে কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুস্ঠানে উপস্থিত দর্শকদের হাতে জুতা পেটা খেয়েছিলেন।
বিষয়: রাজনীতি
১৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন