রাজাকারের ফাঁসি চাই
লিখেছেন লিখেছেন মুক্ত মানুষ ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪১:৩০ সকাল
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
স্বাধীন বাংলাদেশ দেখেছি।
আমি মুক্ত হওয়ার আকুতি দেখিনি
মুক্ত হাওয়ায় পাখা মেলেছি।
আমি পরাধীনতার শৃঙ্খলে থাকিনি
অনেক স্বস্তির দেশ পেয়েছী।
আমি নির্মমতার কিছুই দেখিনি
শুনে শুনে যতটুকু পারি মণে গেঁথেছি।
আমার কোন সহোদর যুদ্ধে যায়নি
কিন্তু আমি শহীদের ভাইয়ের গর্ব দেখছি।
আমার শহীদ হওয়ার সৌভাগ্য হয়নি
কিন্তু আমি শহীদ জননীর ছেলে হারানোর আর্তি দেখেছি।
আমার বোন ধর্ষিত হয়নি
কিন্তু আমি বিড়ঙ্গনা বোনের কান্নার বাষ্প দেখেছি।
যাদের কান্নায় আমি হাসতে পারছি
তাদের কষ্টে আমার কেন কান্না আসবে না?
যাদের মৃত্যুতে আমি বেচে আছি
তাদের খুনের বিচারের দাবিতে আমি কেন নীরব থাকবো?
যাদের সম্মানের বিনিময়ে আমি আমার বোন সম্মান পেয়েছে
সেই অনাচারের বিরুদ্ধে কেন আমার শ্লোগানের হাত উঠবে না?
আজ যখন ৪২ বছরের কান্নার অবসানের কাছে
তখন কেন আমি ধরবো না পশুদের টুটি চেপে?
আজ আমি উচ্চ কণ্ঠে বলতে চাই
আইনের ধারা বুঝি না বুঝতে চাই না
সব রাজাকারের ফাঁসি চাই।আমি মুক্তিযুদ্ধ দেখিনি
স্বাধীন বাংলাদেশ দেখেছি।
আমি মুক্ত হওয়ার আকুতি দেখিনি
মুক্ত হাওয়ায় পাখা মেলেছি।
আমি পরাধীনতার শৃঙ্খলে থাকিনি
অনেক স্বস্তির দেশ পেয়েছী।
আমি নির্মমতার কিছুই দেখিনি
শুনে শুনে যতটুকু পারি মণে গেঁথেছি।
আমার কোন সহোদর যুদ্ধে যায়নি
কিন্তু আমি শহীদের ভাইয়ের গর্ব দেখছি।
আমার শহীদ হওয়ার সৌভাগ্য হয়নি
কিন্তু আমি শহীদ জননীর ছেলে হারানোর আর্তি দেখেছি।
আমার বোন ধর্ষিত হয়নি
কিন্তু আমি বিড়ঙ্গনা বোনের কান্নার বাষ্প দেখেছি।
যাদের কান্নায় আমি হাসতে পারছি
তাদের কষ্টে আমার কেন কান্না আসবে না?
যাদের মৃত্যুতে আমি বেচে আছি
তাদের খুনের বিচারের দাবিতে আমি কেন নীরব থাকবো?
যাদের সম্মানের বিনিময়ে আমি আমার বোন সম্মান পেয়েছে
সেই অনাচারের বিরুদ্ধে কেন আমার শ্লোগানের হাত উঠবে না?
আজ যখন ৪২ বছরের কান্নার অবসানের কাছে
তখন কেন আমি ধরবো না পশুদের টুটি চেপে?
আজ আমি উচ্চ কণ্ঠে বলতে চাই
আইনের ধারা বুঝি না বুঝতে চাই না
সব রাজাকারের ফাঁসি চাই।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন