অ্যাসিড নিক্ষেপ: ব্যবসায়ী ২ দিনের রিমান্ডে
লিখেছেন লিখেছেন সনজিত ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০১:১৭ রাত
ইডেন কলেজ ছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার অ্যাসিড ব্যবসায়ী রাশেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান বুধবার এ আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তপন কুমার সাহা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন অবৈধ অ্যাসিড ব্যবসায়ী। তার কাছ থেকে অ্যাসিড কিনেছিল এ মামলার প্রধান আসামি মনির। এ মামলার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন।
গত মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি মনির উদ্দিন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
গত ১৫ জানুয়ারি জরুরি আলোচনার কথা বলে চাঁনখারপুলের কাজি অফিসে নিয়ে গিয়ে আঁখিকে বিয়ে করার জন্য চাপ দেন মনির। তবে বিয়ে করতে রাজি না হওয়ায় সেদিন কাজির সামনেই গায়ে অ্যাসিড ছুরে মারেন মনির। এ সময় তিনি আঁখিকে ছুরিকাঘাতও করেন।
অ্যাসিডে আঁখির মুখ ও ডান হাত ঝলসে যায়। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতের মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।
এ ঘটনায় মনির ও মাসুমকে আসামি করে বংশাল থানায় মামলা করেন আঁখির ভাই।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন