গুলশানে হামলাকারীদের একজনের বাবা হচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সেক্রেটারি।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৩ জুলাই, ২০১৬, ০৫:০৫:৪৬ সকাল
(আবু সালেহ ইয়াহিয়া)
IS এর যে সাইটে হামলাকারীদের ছবি দেয়া হয়েছে তাদের একজনের বাবা ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সেক্রেটারি। প্লিজ কেউ বইলেন না আমি রাজনীতি শুরু করে দিয়েছি এটা নিয়ে। তথ্য তথ্যই। মিথ্যা হলে তথ্য দিয়েই প্রমাণ করা উচিত। সোসাইল সাইটে যাদের তথ্য পাওয়া যাচ্ছে, তাই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছি। এতে কারো বাপ আওয়ামিলীগ করলে সেটা বলতে আমাদের কি দোষ। বিস্তারিত দেখুন স্ক্রিন শটে।
[img]http://www.bd-desh.net/blog/bloggeruploadedimage/arafathasan/1467500588.jpg[/img
জঙ্গীদের একজন চিত্র নায়ক ফেরদৌসের সাথে সেলফিও তুলেছেনঃ
হামলাকারীদের আরেকজন নর্থসাউথ ভার্সিটির সাবেক ছাত্র নিব্রাস ইসলাম !
তথ্যসূত্রঃ http://www.bd-desh.net/newsdetail/detail/200/225312
বিষয়: বিবিধ
২০৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঐ ছেলের দূর সম্পর্কের কেউ শিবির করে কি না সেটাই খতিয়ে দেখার চেষ্টা হবে যেমনটা বাবুলকে ফাসানো হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন