জঙ্গি রোকনের বাবা বাবুল ঢাকা মহানগর আ.লীগের নেতা হওয়ায় মিডিয়ার লুকোচুরি!

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৩ জুলাই, ২০১৬, ০৫:০১:১৯ সকাল



সাইট ইন্টেলিজেন্টটে জঙ্গিদের ঝকঝকা হাসি মাখা ছবি প্রকাশ করার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের আসল পরিচয় প্রকাশ করে তাদের পরিচিতজনরা । একে একে ভাইরাল হতে থাকে ছবি গুলো । চোখ কপালে উঠে তাদের আসল পরিচয় পেয়ে । "আল্লাহু আকবার বলে" হামলা করার যে খবর হীন উদ্দশ্য নিয়ে ফলা্ও করে প্রচার করে বাংলাদেশের মিডিয়া তারা্ও পরিচয় পেয়ে যেন মুশরে পড়ছেন! এখন পর্যন্ত পাঁচ জনের চার জনের ই শিক্ষা জীবন শুরু এবং শেষ ইংলিশ মিডিয়াম দেখে যার পর নাই হতাশ হলুদ মিডিয়া গুলো । কোন রকম যদি এদের কে মাদ্রসা ব্যকগ্রাউন্ড প্রমান করা যেত তা হলে টকশও তে অনেক চটক দার গল্প জমতো !

প্রথমে রোকনের বাবা ইমতিয়াজ খান বাবুলের



ছবি পা্ওয়ার পর আ.লীগ মালিকানাধীন বিডিনিউজ২৪ বাবা মায়ের ছবি সহ দেয় কিন্তু যখন ই তার বাবার পরিচয় প্রকাশ হয়ে যায় তখন ই ছবির উপড়ে স্যাডো দিয়ে দেয়া হয়!



এদিকে ইমতিয়াজ খান বাবুলের ফেসবুক থেকে যে স্কিন সট নেয়া হয়েছে সখোনে আর প্রবেশ করা যাচ্ছেনা তার মানে হল ওই ফেসবুকের পাস্ওয়ার্ড হয়তও কারো কাছে ছিল সে এটা ডিএকটিভ করে দিয়েছে

IS এর যে সাইটে হামলাকারীদের ছবি দেয়া হয়েছে তাদের একজনের বাবা ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সেক্রেটারি। প্লিজ কেউ বইলেন না আমি রাজনীতি শুরু করে দিয়েছি এটা নিয়ে। তথ্য তথ্যই। মিথ্যা হলে তথ্য দিয়েই প্রমাণ করা উচিত। সোসাইল সাইটে যাদের তথ্য পাওয়া যাচ্ছে, তাই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছি। এতে কারো বাপ আওয়ামিলীগ করলে সেটা বলতে আমাদের কি দোষ। বিস্তারিত দেখুন স্ক্রিন শটে।

Click this link হামলাকারীদের পরিচয় আসছে ফেইসবুকে: পাঁচ জনের চার জনই ইংলিশ মিডিয়ামের ছাত্র

Click this link হামলা কারীদের আসল পরিচয় এখানে

বিষয়: বিবিধ

১৪৪৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373803
০৩ জুলাই ২০১৬ সকাল ০৫:১১
বিভীষিকা লিখেছেন : লও ঠেলা এবার।
373814
০৩ জুলাই ২০১৬ সকাল ১০:০৩
হতভাগা লিখেছেন : এদের ফুফাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফাতো ভাই কোন এককালে শিবির করতো কি না - এটাই খুঁজে দেখা হবে , যেমনটা বাবুলের বেলায় হচ্ছে।
২২ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৫
311084
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন ভাই
373834
০৩ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরেক জন ভারতিয় নায়িকার স্পর্শে কাইন্দা দিছে!!!
এবার বাবা জঙ্গি কারা বানায় বলুন!!!
২২ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৬
311085
ব্লগার শঙ্খচিল লিখেছেন : কারা বানায় বলুন তা হলে
373908
০৪ জুলাই ২০১৬ সকাল ০৭:২১
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহু আকবার বলে" হামলা করার যে খবর হীন উদ্দশ্য নিয়ে ফলা্ও করে প্রচার করে বাংলাদেশের মিডিয়া তারা্ও পরিচয় পেয়ে যেন মুশরে পড়ছেন! অনেক অনেক ধন্যবাদ
২২ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৬
311086
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File