আমরা আবার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের ওয়াজ শুনতে চাই!
লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪০:৪৬ রাত
আগামীকাল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রায় দেয়া হবে। তাই আজ রাতে সবাই তাজাজ্জত নামাজ পড়ুন। যদি রোযা থাকা যায় ভাল। তবে হরতালে মাঠে থাকতে হবে। হরতালের জন্য যদি রোযা থাকা না যায় তবে দরকার নেই।
কিন্তু বাড়িতে যারা থাকবেন মা-বোনেরা রোযা অবশ্যই রোযা রাখবেন।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের অনেক প্রিয় একজন ব্যক্তি। আমরা যার জন্য আজ রাত জেগে দোয়া করব। আমরা আবার তার ওয়াজ শুনতে চাই। অবশ্যই শুনব। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন।
আপনারা আজ দু'রাকআত 'হাজত' নামাজ পড়ুন। যে কোন উদ্দেশে সফলকাম হওয়া অথবা কোন সঙ্কট থেকে নিস্তার পাবার জন্য এই নামাজ পরা হয়।
আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আমিন।
বিষয়: বিবিধ
১৭৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন