আ'লীগ আমলে মাদরাসাতে পড়ুন। নিরাপদ থাকুন।
লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ০৯ এপ্রিল, ২০১৩, ১০:৩৯:৩৯ রাত
ছাত্ররা ফেল করার কারনঃ
বছরে শুক্রবার ৫২ দিন, বাকি থাকল
৩১৩ দিন শীত-
গ্রীস্ম ও বর্ষা ছুটি ৫০ দিন,
বাকি থাকল
২৬৩ দিন। ৮ ঘন্টা প্রতিদিন
ঘুমালে হয় ১২২ দিন।
বাকি থাকল ১৪১ দিন। ১
ঘন্টা প্রতিদিন
খেলা করতে হয় ১৫
দিন। বাকী থাকল ১২৬ দিন।
২ ঘন্টা প্রতিদিন খাওয়া-দাওয়ার
পিছনে চলে যায় মানে ৩০
দিন। বাকি থাকল ৯৬ দিন।
১ ঘন্টা সবার
সাথে কথা বলতে চলে যায়।
বাকি থাকল
[৯৬-১৫] = ৮১ দিন।
বছরে পরিক্ষা হয়
৩৫ দিন।
বাকি থাকল ৪৬
দিন। ঈদ, পূজা,সরকারি ছুটি ২০
দিন। বাকি থাকল ২৬ দিন।
টিভি দেখা, আত্বীয়র
বাড়ি ঘুরতে যাওয়া ২৫ দিন।
বাকি থাকল ১ দিন আবার সেটাও
তোমার
জন্মদিন........ .!!
তাহলে পড়ার সময় কোথায়?
ছাত্ররা পাস
করবে কিভাবে?
[উপরের অংশটুকু অন্য একজনের ফেসবুক আইডি থেকে নেয়া]
..............................
আমার মতামত
এবার আরো ফেল করবে। কারণ, কেউ ক্লাসের বই পড়ছে না। নাম দেখানো পরীক্ষা দিচ্ছে মাত্র। আর শিক্ষকরাও পড়াচ্ছেন না। পরীক্ষা নিচ্ছে মাত্র। কারণ কিছুদিন আগে এক স্খুলে গিয়েছিলাম। ঐ স্কুলের এক শিক্ষক গল্পটি করল। এক গারডিয়ান ঐ স্কুলে এসে রাগান্বিত হয়ে বলছেন- আপনারা কিভাবে ছেলে মেয়ের ক্লাস নিচ্ছেন।
শিক্ষক বলছেন, কেনো, বলুনতো?
ঔ গারডিয়ান বলছেন, আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে, বাবা ব্লু ফ্লিম কী? আমি তো কোনো উত্তর দিতে পারিনি। তাই আপনাদের কাছে এলাম। আপনারা এর কী উত্তর দিচ্ছেন?
শিক্ষক বলছেন, আমরা কোনো ক্লাসই নিচ্ছি না। ছাত্ররা আসে, চলে যায়।
[ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ানো হচ্ছে ব্লু ফ্লিম সম্পর্কে, অষ্টম শ্রণীতে পড়ানো হচ্ছে মাসিক হলো পরীক্ষার পরিচ্ছন্ন থাকতে]
এটি কি বইয়ের ভাষা।
কোরআন ও হাদীস সব বিষয় সম্পর্কে সমাধান দিয়ে থাকে। তবে বিশ্রী ভাষায় নয়। কোরআন ও হাদীসের ভাষা শালীন। এ বিষয়টিই এভাবে উপস্থাপন করা হয়- 'মাসিক' নয় 'হায়েজ-নেফাজ'
রুচির পরীবর্তন হলে ভাষার পরীবর্তন হয়। ভাষার পরীবর্তন হলে আচরণের পরিবর্তন হয়। তার চেয়ে আ'লীগ আমলে মাদরাসাতে পড়ুন। নিরাপদ থাকুন।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন