যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোরঃ জামাতের হয়েছে প্রায় একই দশাঃ সুরতহাল রিপোর্টটা শুধু কপি করে দিলাম।

লিখেছেন লিখেছেন সাদিক বিন সাঈদ ১১ মার্চ, ২০১৩, ১১:০৭:২১ সকাল

সুরতহাল রিপোর্টে আরও বলা হয় ‘মৃতের হাত-পা ছড়ানো। মৃতের লাশ কনস্টেবল ১৩৬৭৮ মো. নাসিরুলকে দিয়ে উলট-পালট করিয়া দেখা যায় মলদ্বারে কোনো মল নাই। পুরুষাঙ্গ সংকুচিত। পুরুষাঙ্গে বীর্য বিদ্যমান। পিউরিক হেয়ার বিদ্যমান। ইহা ছাড়া শরীরের কোথাও কোন আঘাত বা জখমের চিহ্ন পরিলক্ষিত হয় নাই। মৃত ব্যক্তিকে কোন নেশাজাতীয় দ্রব্য/উত্তেজক দ্রব্য পান করানো হইয়াছিল কিনা তাহা নির্ণয়ের জন্য অনুরোধ করা হইল’।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File