কবরে করা তিনটি প্রশ্ন ও তার তাৎপর্য

লিখেছেন লিখেছেন সাদিক বিন সাঈদ ১০ জুন, ২০১৩, ১২:২০:৩৭ দুপুর

কবরে যে তিনটি প্রশ্ন করা হবে -

১। তোমার রব কে?

২। তোমার দ্বীন কি?

৩। (একটি ছবি দেখিয়ে বলা হবে) এই ব্যক্তি কে?

একবার একটু গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন প্রশ্নগুলো। সারাটা জীবন প্রস্তুতি নিলাম যে পরীক্ষায় পাশ করার জন্য তার জন্য প্রশ্নমাত্র তিনটি। প্রশ্নগুলোও সহজ বলে মনে হচ্ছে। কিন্তু আসলে কি তাই। প্রশ্নগুলোর মাঝেই রয়েছে একটা মানদন্ড যা বলে দিচ্ছে আমার জীবন কিভাবে চালাতে হবে। কার নিরঙ্কুশ দাসত্ব মেনে চলতে হবে, কোন পন্থায় জীবন পরিচালিত করতে হবে এবং কার নিঃশর্ত অনুসরন করতে হবে। এই প্রশ্নগুলোই আমাদের জীবন পরিচালনার মানদন্ড। প্রশ্নগুলো কিন্তু এমন হবে না তুমি কোন দেশের নাগরিক, কোন বংশের লোক, কোন সরকারকে সমর্থন করেছ ইত্যাদি। সুতরাং ইসলাম প্রশ্নে যদি কোন দেশ, গোত্র বা সরকার বিপক্ষ অবস্থান গ্রহন করে তাহলে মনে রাখতে হবে আমাদের কিন্তু উপরের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নিচের গুলো নয়।

বিষয়: বিবিধ

২২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File