আমার ভাবনায় সোনার বাংলা ও আওয়ামী লীগ
লিখেছেন লিখেছেন মাহা ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:০৯:২৮ বিকাল
বাংলাদেশ আজ কোন পথে? কোনো আলোর দিশা দেখা যাচ্ছে না। এক ভয়ানক গন্তব্যের দিকে ক্রমাগত ধাবমান পুরা জাতি।বাংলাদেশ পৈত্রিক সম্মপত্তি মনে করা আওয়ামী লীগ এখন জাতির ঘারে সওয়ার। নিজেদের কে যারা বাংলাদেশের একমাত্র দাবিদার ভাবে তারা রীতিমত জাতির সাথে তামাশা করছে।মতিয়া,ম.খা,নাহিদ,মুহিত,ওয়াছের রা আজ জাতির অভিভাবক।হানিফ সাহেবরা আজ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। দীপুমণী ভনভন করছেন জাতির টাকায় বিদেশ ভ্রমন করে। আবুল সাহেবরা সকল গোলমাল পাকিয়ে এখন আকামের ষোলো কলা পূরন করে রীতিমতো দেশপ্রেমিক সেজে বসে আছেন। কামরূল সাহেবে আজ জাতিকে শিখান, সাহারা খাতুন যে কিনা ৩য় শ্রেনীর একজন আইনজীবি সেকিনা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের কারিশমায় পূর্ণ মন্ত্রী ।যে মন্নুজান ১৫০ টাকার হোটেলে থাকতেন তিনি শোনা যায় কোটি টাকার মালিক। আমার জানামতে কিছু নি¤œ শ্রেণীর লোক আওয়ামী লীগ করার সুবিধার্থে লাখ লাখ টাকার মালিক। যে আগে ভালো একটা ভাজ করানো জামা গায়ে পরতে পারতো না তারা এখন সাত হাজার টাকার চশমা পরেন।পুরো জাতি যখন পরবর্তী নির্বাচনের ভাবনায় ঠিক তখন হাসিনানীয় কায়দায় মহাত’ঘলকী শাহবাগ রাজনীতি। সত্যিই বিচিত্র সেলুকাস! এই সরকার একটার পর একটা অনৈতিক কাজ, দূর্ণীতি করে যায় আর নতুন নতুন ঘটনার জন্ম দেয়। তবে আমাদের কপাল বালো যে প্রধান বিরোধী দল বিএনপি তাদের নাটকে পা দেয় নি।আর তাই আওয়ামী মিডিয়ায় দেখানো লাখ লাখ জনতার মিটিং এর কোনো ভাত নাই। আজ বাংলাদেশ সত্যি সত্যি ২ টি শ্রেণীতে বিভক্ত। একদিকে সোনার বাংলার ধারক আওয়ামী লীগ ও অন্যদিকে সাধারন জনতা যাদের নের্তৃত্বে মুক্তিযোদ্ধা জিয়ার সহধর্মিণী বেগম জিয়া।আজ আমাদের বুঝতে হবে হাসিনার সোনার বাংলা বা আওয়ামী লীগের সোনার বাংলা মানে বাংলাদেশকে ধীরেধীরে অন্তস্বার শুন্য করে ফেলা, ওদের সোনার বাংলা মুখে আর মিডিয়ায়। আসুন আমরা একটু সচেতন হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধরে রাখি আর ধিক্কার জানাই আওয়ামী সোনার বাংলা বা ঘোড়ার ডিম কে।
বিষয়: রাজনীতি
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন