এটা তো ‘৫২ না ’৬৯ না বা ’৭১ না তাহলে কেনো গুলি চলবে?

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ২৫ নভেম্বর, ২০১৩, ১১:১৭:২৩ সকাল



এভাবে আর কেহ গ্যাড়াকলে পড়তে চায় না! আপনি ওমরা করেছেন সুতরাং ভাল ভাবে তওবা করে জাতিকে গুলি না করার সিদ্ধান্ত নিন। লেবু যত কচলাবেন তত তেতো হয়ে যাবে। সময় থাকতে সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম। শক্তি দিয়ে ক্ষমতায় থাকা কষ্টকর।

মানণীয় প্রধানমন্ত্রী আপনিতো আবার জনগণের কষ্ট দেখতে পারেন না, প্রয়োজনে আপনি প্রধানমন্ত্রীত্বটুকুও ছেড়ে দিতে চান! আর নির্বাচনকালীন সরকার ব্যবস্থাতো মাত্র সামান্য সময়ের জন্য, তাই সাহস করে ক্ষমতা ছেড়ে দিয়ে এক কাতারে এসে নির্বাচন করুন। আপনি তো ভোটে পাস করে প্রাইম মিনিষ্টার হওয়ার ব্যাপারে শতভাগ সিউর! এদেশে আপনি অনেক কাজ করেছেন, দেশের মানুষ আবার নৌকায় ভোট দিবে, তাহলে কেন এত বিড়ম্বনা করছেন? তাহলে কেন এত ভয় পাচ্ছেন? তাহলে কেন বিরোধী আন্দোলনে গুলি করে মানুষ হত্যা করছেন? প্রতিটি হত্যার ঋণ আপনাকে পরিশোধ করতে হবে! দেশের মানুষের কাছে চরম মূল্য দিতে হবে! তাই অনুরোধ করবো আর গুলি চালাবেন না। আন্দোলন চলবে, গুলি চলবে, তাতো হতে পারে না। এটা তো ‘৫২ না ’৬৯ না বা ’৭১ না তাহলে কেনো গুলি চলবে? রাষ্ট্রীয় অর্থে কেনা গুলি কোন নাগরিকের বুক যেন ঝাঝরা না হয়!

বিষয়: রাজনীতি

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File