"দ্বীনের কাজ করতে গিয়ে দীলের কাজ হয়ে যাবে" তত্ত্বটি সেকুলারদের বুদ্বিবৃত্তিক চক্রান্ত কিনা ভেবে দেখতে হবে।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ নভেম্বর, ২০১৩, ১১:১৫:৩১ সকাল
সুখের ঘরটি ভেঙ্গে তছনছ হয়ে যেতে পারে।
চোখের সামনে পরিবারগুলোকে ঘুনে ধরতে দেখছি। ধ্বসে যেতে দেখছি। সুখের অভিনয় করতে দেখছি। কোমলমতি তরুন তরুনীদের বিয়ে পূর্ব প্রেমে কষ্ট পেতে দেখছি। পরকীয়ার আগুন ধেয়ে আসতে দেখছি। জাতিকে মুরাল টিচিং দিতে পারবে এই রকম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া পাচ্ছিনা। রাজনৈতিক সংঘাতের আড়ালে হারিয়ে যাচ্ছে জাতি গঠন প্রক্রিয়া। ফ্রি সেক্স বা জাতির সন্তান গুলোকে পিতৃমাতৃ পরিচয় হীন বানানো বা চাইল্ডহোম ওল্ড হোম বৃদ্বির জন্যে পরিবেশ গড়ে দেয়া বা পরিবার গুলোকে অবিশ্বাসের ভয়াল থাবায় জর্জরিত করে দিয়ে পুরুষ নির্যাতন বা নারী নির্যাতনের আখড়া বানানো স্থিতিশীল সাউন্ড জাতি গঠনের সহায়ক হতে পারেনা।
হাঁটার উপযোগী থাকার জন্যে দুই পা'কেই সমান থাকতে হয়। ইসলামী ছাত্রসংগঠন কিছুটা আগালেও ইসলামী ছাত্রী সংগঠন জাতির প্রত্যাশা পুরুনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যার কারনে ইসলামী আন্দোলন খুড়িয়ে হাটবে অনেকদিন। দ্বীনের কাজ করতে গিয়ে দীলের কাজ হয়ে যাবে তত্ত্বটি নারীবাদী ও সেকুলার বামরা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে নারীকে তাদের সহজ শিকার বানিয়ে আমাদের পরিবারগুলোকে শেষ করে দেয়ার বুদ্বিবৃত্তিক চক্রান্ত কিনা ভেবে দেখতে হবে।
রাজনৈতিক সচেতন অরাজনৈতিক নন গভঃ স্বেচ্ছাসেবী বহু ইসলামী সংগঠন দরকার। যা গঠিত হবে উম্মাহর স্পেশাল পারপাস সার্ভ করার জন্যে। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া যায় কিন্তু ইসলামাইজেশনের কাজ হয়না। বরং রাজনৈতিক ইসলাম প্রপার সার্ভিস দিতে না পারার কারনে গনমানুষের ক্ষোভ বৃদ্বি করে ইসলাম বিমুখ করতে পারে।
হে জাতির রাহবার মুক্তি দাও। আমি কর্মী মানুষ । কথা দিলাম তোমার পাশেই থাকব ।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন