ইসলাম ধর্ম নিয়ে না কি হিন্দু ধর্মের রামকৃষ্ণ নিয়ে কটুক্তি করায় গ্রেফতার তিন বস্নগার ?
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০২ এপ্রিল, ২০১৩, ০৫:১৬:৫৮ বিকাল
হেফাজতে ইসলামের এই কঠোর অবস'ানের মুহুতে তিন নাসিত্মক বস্নগার গ্রেফতার হয়েছে সংবাদ শুনে খুব ভাল লাগলো। সরকারও নাসিত্মক বস্নগারদের উপর চরম না খোশ । ইসলাম নিয়ে কুটুক্তি করার ব্যাপারে কোন ছাড় নেই। সরকার কঠোর হওয়ার সাথে সাথে ডিবি পুলিশের এই অভিযান প্রশংসা পাওয়ার যোগ্য। প্রশংসা করছিলাম বিসত্মারিত সংবাদ পাওয়ার আগ মুহুর্ত। এখন বিভিন্ন পত্রিকায় অনলাইন পত্রিকা খুজতে থাকলাম মূল সংবাদটি ও দেখলাম কয়েকটি পত্রিকা লিখেছে খুব সুন্দর করে হেড লাইনে লিখেছে ইসলাম নিকে কটুক্তি করায় এবং বস্নগার দের গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
কিন' নিচের কয়েকটি পত্রিকার লেখা পরলে বুঝতে পারবেন কি হয়েছে বা হতে যাচ্ছে।
প্রথম আলো প্রকাশিত:
ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন ব্লগারকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ দুপুর ১২টায় মিন্টো রোডে ডিবির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ওই তিনজনের কাছ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি ইন্টারনেট সংযোগের মডেম ও একটি এক্সটারনাল হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।
মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, মশিউর রহমান বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’ নামে, সামহয়্যারইন ও নাগরিক ব্লগে ‘শয়তান’ এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লেখালেখি করেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহয়্যারইন ব্লগে ‘রাসেল’ ও ‘অপবাক’ ছদ্মনামে লেখালেখি করেন। আর সুব্রত শুভ সামহয়্যারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লালু কসাই’ ছদ্মনামে লিখতেন।
প্রকৃতিবাদে বিশ্বাসী এই ব্লগাররা ইন্টারনেটে বিভিন্ন ব্লগে তাঁদের লেখালেখির মাধ্যমে ইসলামসহ বিভিন্ন ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করে আসছিলেন।
কথিত ‘নাস্তিক’ ব্লগারদের গ্রেপ্তার ও শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির সঙ্গে এই গ্রেপ্তারের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, জানতে চাইলে মোল্যা নজরুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের আন্দোলনের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই। আইনের পরিপন্থী কাজ করায় ও অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বাংলা নিউজ প্রকাশিত:
মহানবী (সা.) সম্পর্কে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে কটূক্তি করার অভিযোগে আটক তিন ব্লগারের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, শুধু হজরত মুহাম্মদ (সা.) নয়, তারা হিন্দু ধর্মের সাধকপুরুষ রামকৃষ্ণকে সম্পর্কে কটূক্তি করেছে।
এদিন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ উপ-পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডিবি দাবি করে, আটক তিন ব্লগার দীর্ঘদিন থেকে সামহয়্যারইনব্লগ, আমার ব্লগের ধর্ম নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন।
নতুন বার্তা
ইসলাম সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেফতার তিন ব্লগারকে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
তারা সবাই প্রকৃতিবাদে বিশ্বাসী ‘নাস্তিক’ বলে জানিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য জানান।
কালের কন্ঠ:
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র শুভকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার বন্ধু ও সহপাঠীরা। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহবাগের থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, শুভর বন্ধু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্বজিত সোমবার রাতে এই সাধারণ ডায়েরি করেন।
শুভর এক রুমমেটের বরাত দিয়ে রহিম জানান, ফোন করে শুভকে হলের গেটে ডেকে নেওয়া হয়। গেটে গেলে দুজন লোক তার সঙ্গে কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ওই মাইক্রোবাসের পিছনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড লেখা থাকলেও কোনো লোগো ছিল না বলে রহিম জানান।
যাই হোক একটু ভাবুনতো আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত আসিফ মহিউদ্দিন লিখেছেন- মহান আল্লাহকে অশ্লীল ভাষায় গালাগাল : কথিত শাহবাগি আন্দোলনের অন্যতম উদ্যোক্তা আসিফ মহিউদ্দিনের ইসলামবিদ্বেষী মিথ্যাচার সম্পর্কে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া নথিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, আসিফ মহিউদ্দিন ঈশ্বর দর্শন : গাঁজাখোর পর্ব শিরোনামে লিখেছে, আল্লাহ (৪ আলিফ টান হবে), একজন নিম্ন আয়ের গাঁজাখোর। বাণীর জন্মস্থান : শেরাটন হোটেলসংলগ্ন ওভারব্রিজের নিচে। সময় রাত ৮টা। স্রষ্টার যেকোনো রাগ, ক্ষোভের শিকার হবে গরিবরা। প্রাকৃতিক দুর্যোগ, মানবিক দুর্যোগ, গজব, নালত ইত্যাদি ইত্যাদির বেশির ভাগই নিম্ন আয়ের, শক্তিহীন, প্রভাব প্রতিপত্তিহীন মানুষের ওপর দিয়ে যায়। (নাউজুবিল্লাহ)
এই আসিফ মহিউদ্দিনকে কত সুযোগ সুবিধায় রাখা হয়েছে সেটা ইতিমধ্যে আপনার জানেন। এই আসিফ মহিউদ্দিনসহ অন্যান্য যাদের নাম উঠে এসেছে তাদের ডিবি দেখছে না। তাই মনে হয় এরা ইসলাম নিয়ে কুটুক্তি করে লিখেছে বলে গ্রেফতার করা হয়েছে না। গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, শুধু হজরত মুহাম্মদ (সা.) নয়, তারা হিন্দু ধর্মের সাধকপুরুষ রামকৃষ্ণকে সম্পর্কে কটূক্তি করেছে। তাই শেষ লাইনের জন্য হয়তো দাদা দের খুশি করার জন্য গ্রেফতার করা হয়েছে।
ধন্যবাদ সকলকে
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন