হেফাজতে ইসলামের সক্রিয় নেতা কর্মীদের উদ্দেশ্য সতর্ক বার্তা আজ রাত থেকে ৬ এপ্রিল পযনর্ত্ম বহাল থাকবে

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০১ এপ্রিল, ২০১৩, ০৫:৪৫:২৩ বিকাল

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ডাকা ৬ এপ্রিলের লংমাচের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন সংগঠনের আমির ও দেশের শীর্ষ আলেম আল্লামা আহমদ শফী। অন্য দিকে সরকার ও কিছু সরকার পন'ী নামধারী ওলামাসহ অনেক নাসিত্মক ও অনড় অবস'ানে রয়েছে এই লংমার্চকে প্রতিহত করার ব্যপারের। ইতিমধ্যে নানা অপকৌশল ব্যবহার করেছে সরকার, হলুদ মিডিয়া দিয়ে জামাতের সংশিস্নষ্টটা রয়েছে বলে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সেটা ব্যর্থ হয়ে সাইবার ক্রাইম তদনত্ম কমিটি গঠন করেছে লোক দেখানো মাত্র। আবার কৌশল করে এক মাইজভান্ডারী দিয়ে প্রশংসাও করিয়েছে। এতদিন খুব একটা পাত্তা নাদিলেও চরমোনাই পীর সাহেবের সমর্থন দেওয়ার পর থেকে সরকার হতাশ হয়ে গেছে সেই সাথে সাধারণ মানুষও একাত্তোতা প্রকাশ করেছে। সরকার বিভিন্ন গোয়েন্দার মাধ্যে জরিপ করে দেখেছে এই লংমার্চে ব্যাপক সাড়া পাবে হেফাজতে ইসলাম। তাই সরকার এখন সর্ম্পূন ভাবে হতাশ। তাই প্রশাসনের কর্মকর্তা দের দিয়ে অনুরোধ করিয়েও চেষ্টায় কোন লাভ না হওয়া সরকার পন'ী ওলামাদের দিয়ে প্রতিহত করার জন্য লেলিয়ে দিয়েছে। অপকৌশল হিসেবে রোববার দুপুরে আল্লামা শফীর সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যান বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। ওই সময় সরকারের পক্ষ থেকে তিনি দাবি পূরণে আরো সময় চেয়ে লংমার্চ স্থগিতের অনুরোধ করেন। তবে এ অনুরোধ প্রত্যাখ্যান করেন আল্লামা শফী। বৈঠক শেষে হেফাজতের কর্মসূচির ব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ন কথা না বলে অন্য ভাবে ব্যখা করে সাংবাদিকদের বলেন, “হেফাজতে ইসলামের নেতারা বলেছেন তাদের কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তাই তাদের পক্ষে এখন আর এই কর্মসূচির প্রত্যাহারের সুযোগ নেই। ” সরকার সেই নাসিত্মকদের দিয়ে হুমকি দিচ্ছে যে নাসিত্মকদের বিরম্নদ্ধে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে Òশাহবাগ আন্দোলনে নেতৃত্বদানকারী ব্লগারদের শাস্তি- অন্যতম দাবী।

হেফাজতে ইসলামের সক্রিয় নেতা কর্মীদের উদ্দেশ্য সতর্ক বার্তা নিয়ে শুরম্ন করেছিলাম- এখনো সরকার নানা অপকৌশল ব্যবহার করবে যদি কৌলেশে কাজ হয় তাহলে তো ভাল। তা নাহলে শেষ অপকৌশল গুলো হবে ভয়াবহ । তার মধ্যে উলেস্নখ যোগ্য-

১। হেফাজতে ইসলামী সক্রিয় নেতা কর্মিদের গ্রেফতার করা।

২। হেফাজতে ইসলামী সক্রিয় নেতা কর্মিদের আহত করে জামাতা শিবিররের উপর দোষ চাপানো।

৩। কিছু সরকার পন'ী বা ওলামা লীগ দিয়ে একই দিনে সমাবেশ ডেকে বা কথিত গনজাগরণ মঞ্চের গাধা নেতা ইমরান এইচ সরকার কে দিয়ে সমাবেশের ডেকে ১৪৪ ধারা জারি। বা ডিএমপি কমিশনার দ্বারা ঢাকা সমাবেশ, মিছিল বন্ধ করে দিবে।

৪। হেফাজতে ইসলামী সক্রিয় নেতা কর্মিদের ছেলে-মেয়েদের গুম করে হেফাজতে ইসলামী সক্রিয় নেতা কর্মিদের দমিয়ে রাখার চেষ্টা করা ।

তাই হেফাজতে ইসলামী সক্রিয় নেতা কর্মিদের উদ্দেশ্যে আমার পরামর্শ দয়া করে আপনারা আপনাদের ছেলে-মেয়েদের বা কাছের আত্মীয় দের সতর্কাবস'ায় থাকতে বলুন একাকি না থাকে সবসময় জনসম্মুখে থাকে।

যদিও হেফাজতে ইসলামী সক্রিয় নেতা কর্মিদের চিনত্মা চেতনা আমার থেকেও অনেক অনেক উর্দ্ধে তাই অবশ্যই তারা এই ভুল করবেন না।

সকলকে ধন্যবাদ

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File