ডা. মিজানুর রহমান নাকে তেল দিয়ে ঘুমাচেছন
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০৬ মার্চ, ২০১৩, ০৩:৩০:৪৩ দুপুর
দেশে শতাধিক মানুষ নির্মম ভাবে খুন হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশের মানবধিকার চেয়ারম্যান ডা. মিজানুর রহমান নাকে তেল দিয়ে ঘুমাচেছন না কি তার চোখে ছানি পড়েছে। নাকি তার কাছে ইসলাম ধর্মানুসারী মানুষ গুলোর মানোবধীকার থাকতে নেই। তার এই নিরব ভুমিকা জনমনে প্রশ্ন তুলছে। বিচার বর্হিভুত সকল হত্যাকে আমরা ঘৃনা করি। তা যে দলের হোক, যে বর্ণের হোক, হোক আইনশৃংখলা বাহিনী। এই বর্বতা নৃশংস হত্যা, শুধু হত্যা নয় হত্যার পরে লাশ নিয়ে টানা হেঁচড়া করা। প্রশ্ন মিজানুর রহমান সাহেব পুতুল হিসাবে আসন দখল করে বসে আছেন। সত্যকে সত্য বলতে কেন আমরা এত ভয় পাই। উষ্কানিতে হোক বা বিনাউষ্কানিতেই হোক মানুষ ভুল করতে পারে তার জন্য পাখির মতো মানুষ প্রাণ হারাবে, খুন হতে হবে বুলেটের আঘাতে। জামাত শিবিরের হোক তার পরও তারা মানুষ তাদের দৃষ্টিতে তারা সঠিক পথে অন্যদের দৃষ্টিতে হয়তো তারা ভুল পথে কিন্তু তারাও তো মানুষ তাদের সঠিক পথে আনার দায়িত্বও তো সরকারের। ড়্গমতা কেউ ছাড়তে চায় না কিন্তু গোড়ামির জন্য ড়্গমতাকে জোর করে নামাতে হয়। বাংলাদেশের ইতিহাসে এতো ঘৃনির্ত হত্যা বিরল। এই হত্যার তিব্র নিন্দা জানাই। আসুন এই ধরনের হত্যার বিরম্নদ্ধে শপথ করি যে যেখানেই অবস্থান করম্নন না কেন, যেই মতাদর্শের হোন না কেন হত্যাকে ঘৃনা করি। আর কিছু না পারি এক বার হলেও মুখ খুলে আওয়াজ করে বলি এই হত্যা কান্ড অপরাধ। আলস্নাহ সকলকে ধর্যের সাথে সহনশিল হতে সাহায্যে করম্নন।
ধন্যবাদ সকলকে
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন