সাংবাদিকরাই সাংবাদিকদের ফাঁদে পরছে

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৭:২৮ বিকাল

খুব দুঃখ জনক আজকে আমাদের সাংবাদিকরা কেন এই অপসাংবাদিকতায় জড়াচ্ছেন। জানিনা কেন তারা নিজেদের সর্বনাশ করছেন। ভাবতে অবাক লাগে সমসত্ম ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া গুলো শাহবাগ ছাড়া আর কোন সংবাদ খুজে পাচ্ছেন না। আমার কাছে মনে হয় শাহবাগে যদি এই আন্দোলন না হতো তাহলে সাংবাদিকেরা সংবাদের অভাবে তাদের মিডিয়া গুলো থমকে যেতো। অন্য দিকে দেশের সর্বত্র চুরি, লুট, হত্যা, অনিয়ম সহ কত বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে সেদিকে তাদের নজর নেই, নেই কোন ভালো কাজের দিকেও। তারপরেও ব্যাপরাটা সর্ম্পূন তাদের ব্যপার। কিন' শাহবাগ নিয়ে যত লেখালেখি, সম্প্রচার করা হচ্ছে তার যদি একাংশ সাগর-রম্ননি নিয়ে লেখা হতো বা সম্প্রচার করা হতো তাহলে আজ হয়তো কোন জজ মিয়া নাটক হতো না। নাকি তাদের দৃষ্টি স্বরণ শক্তি অন্যদিকে নিতে এই ফাঁদে পা রেখেছে, নাকি অদৃশ্য কোন শক্তি ভার করেছে। প্রতি দিন যদি শাহাবাগের মত সাগর-রম্ননি সহ প্রত্যেক খুন হওয়া সাংবাদিকদের জন্য একটি কলাম বরাদ্ধ থাকতো তাহলে বিগত বিচার নাহলেও ভবিষ্যতে সন্ত্রাসীদের হাতে কোন সাংবাদিক খুন হতো না। নয়া দিগনত্ম, আমার দেশ, দিগনত্ম টিভি সহ কয়েকটি মিডিয়া প্রকাশ্যে বন্ধের হুমকি দিচ্ছে তাদের জন্য কোন চিনত্মা নেই। কাকের মাংস কাকে খায় জানা ছিল না। কিন' এখন দেখছি মিডিয়ার পতন মিডিয়া চায়। যদি যে মিডিয়া গুলো বন্ধের জন্য এত প্রচার সেই মিডিয়া গুলোর দোষ কি? তাদেরা যদি কোন মিথ্যা তথ্য সম্প্রচার করে, বা প্রিন্ট করে তাহলে দেশে আদালত আছে নির্দিষ্ট অপরাধের জন্য আদালতের মাধ্যেমে বন্ধ করে দিতে পারে। অবাক লাগে সাংবাদিক ভাইয়েরা কেন তিল কে তাল করছেন। কেন সত্য প্রকাশ করতে পারছে না। কেন নিজেদের ঐক্য ধরে রাখছে না।

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File