ভাইরে... তোর দাদি আর আগের মত টাইইইনা ধরে না, উল্ডা ঘুইড়া শোয়

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫২:৪৪ দুপুর

গল্প দিয়েই শুরু করতে হয়

বেশ কয়েক বছর আগের কথা দাদার তখন বয়স ৭২-৭৫ বছর এর মধ্যে। একটু রশিক দাদা, শীতের সময় দাদা রোদে বসে থাকতো একদিন দাদার সাথে মজা করে দাদাকে প্রশ্ন করলাম দাদা একা একা রোদে কেন, দাদী কই?

দাদা: ভাইরে সেই কথা আর কইস না। এইতো সেদিনের কথা তোর দাদি টাইনা টাইনা ধরতো । দুই একদিন ব্যবসার কাজে বাইরে থাকলে অস্থির হইয়া যাইতো। বাড়ি ফিরলে কামরাই কুমরাইয়া রাখতো না। আর এখন আর খাড়ায় না তাই তোর দাদী টানা-টানিতো দুরের কথা দেখতে পারেনা আমারে বোঝা মনে করে। রাইতে ঘুইরা শুইয়া থাকে।

শোন ভুল কইরা কম বয়সী মাইয়া বিয়া করবি না। হ্যায়লে কপালে দু:খই আছে।

গল্পটা বলার কারন

মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে গণজাগরণ মঞ্চের ২৫/৩০ জন শাহবাগা-শাহাবাগী মিছিলটি বের করে শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে সচিবালয়ের দিকে রওনা হলে দোয়েল চত্ত্বর এলাকায় বাধা দেয় পুলিশ।

এরপর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে রওনা হয়।

দোয়েল চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠন এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র একের পর এক নির্মমভাবে আহত করছে স্বাধীনতার পক্ষের কর্মীদের। কিন্তু পুলিশ এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে জেগে জেগে ঘুমাচ্ছে। পুলিশের এ নিস্ক্রিয়তা তাদের এ ধরনের বর্বোরচিত কর্মকাণ্ডকে আরো উৎসাহিত করছে।

বিষয়: বিবিধ

১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File