জামাতের নিবন্ধন বাতিল ঘোষনা
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০১ আগস্ট, ২০১৩, ০১:২৪:১৩ দুপুর
জামাতের নিবন্ধন বাতিল ঘোষনা করেছে হাই কোর্ট। রায়ের পরে কি হবে। আসলে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্যই এই রায়।
এই রায় নিয়ে ছিল এত দিন বিতর্ক। কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করার দায়িত্ব ছিল সিইসি’র।
কিন্তু কিছুই করার নেই সিইসিকে দিয়ে আর কত সম্ভব তাই রাইফেল আদালতের কাঁধে।
এই রায় নিয়ে বেশ কিছু দিন সরকারের সাথে দর কষাকষি চলছে। জামায়াত ও এরশাদ কাকার মত দোটানায় রয়েছে।
কিন্তু সরকারের হাতে সময় কম । নির্বাচনের সময়ও চলে এসেছে তাই আর সময় দিতে রাজি না। তাই রমজানের মধ্যেইরায় ঘোষনা করার সিদ্ধান্ত। জামাতের কাছ থেকে ফলাফল পাওয়ার জন্য সকাল থেকেই চলছে দেন দরবার । যদি জামায়াত একক নির্বাচন করে ২য় বৃহত্তম রাজনৈতিক দল হতে রাজি হয় তাহলে একটা গোজামিল রায় দেয়া হবে। আর যদি বিএনপির সাথে জোট থাকে তাহলে নিবন্ধনও বাতিল হবে। শুধু নিবন্ধন বাতিল নয় কাদের মোল্লার ফাঁসির রায় দেয়া হবে। এক কথায় জামাতের ফাটা গাছে বিচি আটকে ফেলেছে।
তাই জামায়াতের নিবন্ধনের ব্যাপারে দুটি রায় তৈরি আছে। শুধু রাজ্জাক সাহেবের কথার জন্য দেরি হচ্ছে রায়। রাজ্জাক সাহেব হ্যা বল্লে এক রায় না বল্লে বাতিল ঘোষনা হতে পারে ।
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন