একটা গল্প না বলে পারলাম না।
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৩:১৩ সন্ধ্যা
রাজনৈতিকভাবে জামায়াতকে বর্জন করা উচিৎ: তথ্যমন্ত্রী
একটা গল্প না বলে পারলাম না।
একদিন গ্রামের বাড়িতে মাটির রাসত্মা দিয়ে হাটছি এর মধ্যে কিছু দূরে একটা কুকুর খুব ডাক দিতে দিতে সামনের দিকে দৌড়াতে থাকলে মনে হলে পথে বাকে যে যন'টা আছে তাকে এবার মেরে ফেলবে। কয়েক সেকেন্ড অপেড়্গা করতেই কুকুরাট পথের বাঁকে গিয়ে আসেত্ম মাথাটা নিচু করে কন্ঠস্বর হালকা করে লেজটা পুরোপুরি নামিয়ে আসেত্ম আসেত্ম ফিরে আসতে লাগলো। একটু অবাক লাগলো, কৌতুহল বেড়ে গেল ব্যাপারটা কি ? বাকেঁর কছে গেলেই দেখি বেশ শক্তিশালি একটা কুকুর চোখগুলো বড় করে তাকিয়ে আছে। খালাতো ভাইটা বললো ভাইয়া ওটা হচ্ছে আমাদের এখানে বলে মেছি কুকুর, ওরচেয়ে দূর্বল হলে তার সাথে খুব গরম আর ওর চেয়ে শক্তিশালি হলে মাথা নিচু হয়েযায় হয়ে যায় কন্ঠস্বার নিচু।
প্রসঙ্গ
আমাদের দেশের কয়েক জন রাজনীতি বিদ যাদের ৬৪ জেলায় ৬৪ জন কর্মি নেই তারা মোটা গাছে নৌকা বেধেঁ তাদের আওয়াজে দেশর মানুষ অসি'র হয়ে গেছে। নিজেদের আদর্শ নৌকার নিচে হারিয়ে ফেলেছে। মজার ব্যাপার হচ্ছে আওয়ামীলিগ কৌশলে এদের আগামী নির্বাচনে বিরোধীদল বানিয়ে নিবার্চন করতে চাচ্ছে। এরা হয়তো মনে করছে এখনকার মত সুযোগ সুবিধা দিবে। কিন' ইতিহাস থেকে শিড়্গা নেওয়া উচিত এর চেয়ে আত্মঘাতি সিদ্ধানত্ম এই নেতারা নিলে কত খানি পসত্মাবে। সেদিন যাদের বিপড়্গে ঘেউ ঘেউ করছেন তারা তাতো থাকবেই না সরকারও আপনাদের বিরোধি দল হিসাবে পিষে ফেলবে। তাই লেফট, লেফট না কররে সোজা রাসত্মায় আসুন। তানাহলে সামনে বিপদ আছে যা কল্পনাও করতে পারছে না মেসি গুলো।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন