তেতুল আর তেতুল, সরকারের ঈদের খুশি

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১৫ জুলাই, ২০১৩, ০২:০৭:৩৬ দুপুর

তেতুল একটা লালা জড়ানো জিনিস, খুব কম মানুষেরই লালা আসেনা । তবে আমি যতদূর জানি তেুলল দেখলে মেয়েদেরই বেশি লোভ আসে। আল্লামা শফী তেতুল কি মেয়েদরে বুঝিয়েছেন না কি তেতুল যে লালা ঝড়ানো জিনিস সেটা বুঝিয়েছেন। সেক্ষেত্রে কি মেয়েদের ছেলের তেতুল বলবে না কি নিজেদের তেতুল বলবে। মেয়েদের জন্য মনে হয় ছেলেরা তেতুল। যাইহোক আল্লামা শফীর জিবন ধন্য যে তার এক তেতুল নিয়ে সারা বাংলা তেতুল তেতুল হয়ে গেছে। এমন কি সংসদেও তেতুল ছাড়িয়ে পড়েছে। জাতীয় সংসদেও তেতুলেরাই তেতুল নিয়ে আলোচনা সমালোচানা করছে। অন্য দিকে ইমরান এইচ সরকারের তো ঈদের চাঁদ উঠেছে। গোলাম আযমের রায় হবে সুযোগ পেয়েই ইমরান এই মহা খুশি অনেক দিন ঘটা করে তেতুলের সমাবেশ ঘটতে পারছিল না। সরকার রোজার ভেতর সুকৌশলে ইমরান এইচ এর জন্য তেতুলের ব্যবস্থা করে দিল । পুলিশ পাহারায় এইচ সরকার তেতুল আমদানী করছে। অনেক তেতুল না বুঝেই চলে আসছে। ইতিমধ্যে সরকার সাহেব তেতুল নিয়ে মহরাও দিয়েছেন। গোলাম আজমের রায়ের পরে তেতুল মুখে দিবে এই খুশিতে সরকার দিশেহারা। এতো তেতুল সরকার কোথায় রাখবে কি করবে বুঝতে পারছে না। তাই তো সরকারের ঈদের খুশি।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File