“মাঝ রাতের টক শো’তে, বুদ্ধিজীবি না কাপুরষ”

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৬:৪৩ দুপুর

রাত ১২টা বাজতেই শুরম্ন হয় বেসকারী টেলিভিশন গুলোতে টক শো। বুদ্ধিজীবিরা এক ঘন্টা আগে থেকে এসেই উপসি'ত হন টিভি ষ্টেশন গুলোতে । শুরম্ন হয় লাইভ টক শো প্রতিদিনের উলেস্নখযোগ্য বিষয় নিয়ে। কেউ মতদেন সরকারী দলের বিরম্নদ্ধে , কেউ থাকেন সরকারী দলের পড়্গে। তারা অনেক প্রশ্ন উত্তর দেন সাধারণ জনগনের পড়্গে বলেন। সরকারের মন্ত্রীদের, বিরোধিদলের নেতাদের পড়্গে ,বিপড়্গে আলোচনা, সমালোচনা করেন। এটা করলে ভালহতো এটা করলে আরো ভালহতো। এভাবে না হয়ে, আরএকটু অন্যরকম হলে ভাল হতো অনেক ভালো ভালো বুদ্ধিও দিয়ে থাকে। কিন' মজার ব্যাপর হলো কোন ব্যক্তি কখনো কারো নাম উলেস্নখ না করে আকার ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করেন। তারা সরাসরি বলতে পারেন না অমুক চুরি করেছে। এই কাজটা অন্যায় হয়েছে। এই দল এটা কারাঠিক হচ্ছে না। এটার বিরম্নদ্ধে জনগন সহ আমারা প্রতিরোধ গড়ে তুলবো, আমরা উদ্দেগ্য নিবো অথবা উদ্দ্যেগ নিতে দেখাও যায়না। এত বুদ্ধিমাথায় কিন' জনগনের ভালোর জন্য কেন উদ্দেগ্য নেয়না এই প্রশ্নটা কিন' অনেকের। অনেক চিনত্মা করে দেখলাম।

১। এর কোন না কোন দলের এজেন্ডা হিসেবে কাজ করেন। এরা যে দলের এজেন্ট সেই দল ড়্গমতায় এলে ফয়দা নেওয়ার জন্য প্রস'ত।

২। সরাসরি বিরম্নদ্ধে কথা বললে হয়তো বাসা পর্যনত্ম নাও যেতে পারে।

এছাড়াও তাদের অনেক স্বার্থজড়িত থাকে যার কারণে তারা বুদ্ধিদিতে পারে কিন' সরাসরি কথা বলতে পারেনা। এদের এককথায় কাপুরম্নষও বলা চলে। বলা চলে না এরা কাপুরম্নষই। আশা করি এই বুদ্ধিজীবিরা যেন কাপুরম্নষত্ব নিয়ে টক শো’তে না আসেন। সত্য সঠিক এবং সরাসরি খারাপকে খারাপ বলার সাহস নিয়ে আসেন।

আমার লেখায় কোন বুদ্ধিজীবি কষ্ট পেয়ে থাকলে পরিবর্তন হয়ে সাহসী হয়ে ড়্গমা করবেন।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File