আল্লামা শফীকে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে না লালবাগ জোনের ডিসি হারুন-অর রশিদের
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০৬ মে, ২০১৩, ০২:৫৫:৪৪ দুপুর
হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে সংবাদ সম্মেলন করতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানে লালবাগ জোনের ডিসি হারুন-অর রশিদের নেতৃত্বে পুলিশ বাধা দেয়।
সর্বশেষ লালবাগে হেফাজতের অস্থায়ী কার্যালয়ের একটি কক্ষে পুলিশ এবং হেফাজতের কমপক্ষে ৭ জন নেতা অবস্থান করছেন। সেখান থেকে সাংবাদিকদের বের করে দেয়া হয়েছে। সাংবাদিকরা ভেতরে ঢোকার দাবি জানাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, আল্লামা শফীর অনুসারিদের গ্রেপ্তার হতে পারে। এর আগে ডিসি হারুন আল্লামা শফীর সঙ্গে দুপুর ১টার দিকে বৈঠক করেন। এরপর তিনি লালবাগ এলাকা থেকে ফোর্স নিয়ে সরে যান।
কিন্তু আবার আল্লামা শফী সংবাদ সম্মেলন আয়োজন করলে এই খবর পেয়ে ফের ফোর্স নিয়ে ডিসি হারুন লালবাগ কার্যালয়ে আসেন এবং দুপুর ২টা ২০ মিনিটের দিকে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাধা দেন।
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন