বর্ষা আপুকে মারধর করলো ঘানা খ্যাত নায়ক অনন্ত জলীল
লিখেছেন লিখেছেন দুষ্টু পোলা ২৩ মার্চ, ২০১৩, ১২:২১:১৩ দুপুর
আমাদের সবার প্রিয় হা আমলের সেক্সি নায়িকা বর্ষাকে মারধর করেছে স্বামী নায়ক অনন্ত জলীল!!!
অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তারই ছবির নায়িকা এবং স্ত্রী বর্ষা।
পরিবারের সঙ্গে একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে শুক্রবার রাতে বর্ষাকে শারিরীক নির্যাতন করার পরই মোহাম্মদপুর থানায় এসে অনন্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন আফিয়া নুসরাত বর্ষা। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা পুলিশও।
যোগাযোগ করা হলে ওসি আজিজুল হক বাংলানিউজকে বলেন, ‘‘ শুক্রবার রাত ১২টার দিকে অনন্তের বিরুদ্ধে তার স্ত্রী বর্ষা থানায় এসে জিডি করেন।’’
জিডিতে মারধরের কথা উল্লেখ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা তাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিভিন্ন ঝামেলার কথা উল্লেখ রয়েছে।’’
তবে সূত্রটি জানিয়েছে, জিডিতে বর্ষা উল্লেখ করেছেন, অভিনেতা অনন্ত বিভিন্ন সময়ে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করেন।
মোহাম্পদপুর থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, বর্ষা থানায় আসার কিছুক্ষণ পরই তার স্বামী অনন্ত থানায় এসে জিডি প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু বর্ষা জিডি প্রত্যাহার করতে অসম্মতি জানান। তবে রাত সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে থানা থেকে বের হন।
২০১১ সালের ২৩ সেপ্টম্বের অনন্ত-বর্ষার বিয়ে হয়। বর্ষা অনন্তের একাধিক ছবিতে অভিনয় করেছেন।
উৎসঃ বাংলা নিউজ ২৪
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন