নববর্ষ উদযাপনে আজ ছাত্রলীগ মেয়েদের ধর্ষন করেছে ঃ অগ্নি কন্যা লাকি আক্তার
লিখেছেন লিখেছেন দুষ্টু পোলা ১৫ এপ্রিল, ২০১৫, ১২:৩৫:১৩ রাত
নববর্ষ উদযাপনে আজ ছাত্রলীগ মেয়েদের ধর্ষন করেছে ঃ অগ্নি কন্যা লাকি আক্তার । তিনি লিখেছেন,
নববর্ষ উদযাপনকালে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী গেটে যে বর্বর ঘটনা ঘটছে, তা পেছনের ঘটে যাওয়া অনেক বর্বরতাকেও হার মানিয়েছে৷ কিছু সংঘঠিত পশু ,বখাটে সোহরাওয়ার্দীর গেটে অনেক নারী, শিশু ও কিশোরীদের উপর সংঘঠিতভাবে শকুনের মত ঝাপিয়ে পড়ে, শত শত লোকের সামনে পাশবিক কায়দায় যৌন নির্যাতন করে৷ অনেক নারীকে বিবস্ত্র করে ফেলা হয়৷ ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা তাদের উদ্ধার করতে যায়৷ পশুগুলো হামলা চালিয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দীর হাত ভেঙ্গে ফেলে, অমিত হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলে ৷ এছাড়াও আরো অনেক নেতাকর্মী আহত হয়৷ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা পশু, জানোয়ার গুলিকে পুলিশের কাছে ধরিয়ে দিলেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে৷ বিশ্ববিদ্যালয়ে হত্যাযগ্গের গটনা ঘটে, নাকের ডগা দিযে পার পেযে যায হত্যাকারীরা৷ হম্বিতম্বি করে এফবিআই আসার নাম করে, তদন্তে কিছুই পাওয়া যায় না৷ যৌন সন্ত্রাস চালানো হলে, অপরাধীদের ধরিয়ে দেয়া হলেও পুলিশ ছেড়ে দেয়৷ ক্যাম্পাস নিরাপদ নয় অনেক দিন ধরেই৷ যারা চুপ করে আছেন, আর কবে আপনাদের হুশ হবে? আসুন রুখে দাড়াই৷ প্রগতিবাদী সকল মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হবার দাবি জানাই৷ আগামীকাল সকাল ১১টায় ছাত্র ইউনিয়নের মিছিল৷ বিকালে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে মামলা করবে ছাত্র ইউনিয়ন৷
বিষয়: বিবিধ
১৮২৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাকি কি তাহলে জমির চাচার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে ? থোলে কি চাচা অপারগ নাকি লাকি অপারগ ?
ভালো লাগলো, ধন্যবাদ।
সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন