এ সপ্তাহেই ম দে সাঈদীর রায় >> ফাসি নাকি যাবতজীবন?
লিখেছেন লিখেছেন দুষ্টু পোলা ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৩:৩১ রাত
একাত্তরের অন্যতম নরঘাতক জামাত নেতা ম দে সাঈদীর যুদ্ধাপরাধের রায় এ সপ্তাহেই দেয়া হচ্ছে এটা প্রায় নিশচিত। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দীন খান আলমগীর বিষয়টি খোলাখুলি বলেছেন। জামাত দিগন্ত সেটা ছেপেছেও।
কথা হচ্ছে, মদে সাঈদীর ফাসি হচ্ছে নাকি যাবতজীবন।
আমার মনে তার যাবতজীবন হবে আর গোলাম আযম, নিজামীদের ফাসি হবে।
ম দে সাঈদীর ফাসির না হওয়ার কারন হচ্ছে, জামাতের বাইরের তার কিছু সাপোর্টার আছে, এমনকি আমিলীগের কিছু লোক সাঈদীর ক্যাসেট শুনতো।তাই তার ফাসি দিয়ে লীগ এই ভোট গুলো হারাতে চাইবে না।
দেখা যাক কি হয়।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন