ছেহাহ ছিত্তার হাদিসের গননায় এত গরমিল কেন জানতে চাই

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৫ ডিসেম্বর, ২০১৫, ০১:৩৩:২৪ দুপুর

সম্প্রতি ছেহাহ ছিত্তা সহ অন্যান্য হাদিস গ্রন্থ সমূহের সংকলিত হাদিসের সংখ্যা কত তা জানার জন্য গবেষনার শুরুতে যে কথাটিই আমাকে নাডা দিয়েছে তা এই গননা যারা করেছেন কিসের ভিত্তিতে করেছেন কি ভাবে করেছেন তা আমার বুঝে আসেনা

ছেহাহ ছিত্তার হাদিসের গননায় এত গরমিল কেন জানতে চাই

===================================

দেখুন এখানে ইউকিফিডিয়ার তথ্য মতে

১- সহীহ বুখারী হাদীস সংখ্যা- ৭৩৯৭টি।

২- সহীহ মুসলিম হাদীস সংখ্যা-৪০০০টি।

৩- জামে আত তিরমিযী হাদীস সংখ্যা-৩৮১২টি।

৪- সুনানে আবু দাউদ হাদীস সংখ্যা-৪৮০০টি।

৫- সুনানে নাসায়ী হাদীস সংখ্যা-৫৭৬১ টি ।

৬- সুনানে ইবনে মাযাহ দীস সংখ্যা-৪৩৪৯টি।

সর্বমোট ৩০১১৯ টি হাদিস

wikipedia

অপরদিকে ইফাঃ এর তথ্য মতে

• 7563 সহীহ বুখারী (তাওহীদ)

1 ৭০৫৫ টি সহীহ বুখারী (ইফাঃ)

2 ৭২৮২ টি সহীহ মুসলিম (ইফাঃ)

3 ৫১৮৫ টি সূনান আবু দাউদ (ইফাঃ)

4 ৩৬০৬ টি সূনান তিরমিজী (ইফাঃ)

5 ২৩৯৯ টি সূনান নাসাঈ

6 ৪৩৫০ টি সুনানে ইবনে মাজাহ

সর্বমোট 29877

তাছাডা এখানে ইফাঃ ও তাওহীদ কর্তৃক গননায় সহীহ বোখারীর সংখ্যায় ও পার্থক্য দেখা যায় , এর কারণ কি ?

http://www.hadithbd.

অপর দিকে আমার এক সহকর্মি বিশিষ্ট একজন মোহাদ্দেসের পাঠানো তথ্য মতে যিনি সরাসরি তাঁর কাছে সংরক্ষিত থাকা হাদিস গ্রন্থ থেকেই যা দিয়েছেন তাহল ।

১- সহীহ বুখারী হাদীস সংখ্যা-7275 টি।

২- সহীহ মুসলিম হাদীস সংখ্যা12000 টি।

৩- জামে আত তিরমিযী হাদীস সংখ্যা-4465 টি।

৪- সুনানে আবু দাউদ হাদীস সংখ্যা-5274 টি।

৫- সুনানে নাসায়ী হাদীস সংখ্যা- 5761 টি ।

৬- সুনানে ইবনে মাযাহ হাদীস সংখ্যা-4000 টি।

সর্বমোট 38775 টি হাদিস

কেন এই পার্থক্য???????????????????????????////

কারো জানা থাকলে শেয়ার করুন

বিষয়: বিবিধ

২১০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354132
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশদ বলার যোগ্যতা নাই। তবে অনেক সময় সম্ভবত একই হাদিস একাধিক বর্ননা কে কেউ গ্রহন করেছেন কেউ সম্পুর্ন সহিহ টাই একবার দিয়েছেন। গ্রন্থগুলির সম্পাদক-অনুবাদক রাই ব্যাখ্যা দিতে পারবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File