হজ্ব পূর্ব প্রস্তুতি ও করণীয়
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৭ আগস্ট, ২০১৫, ০৭:৪৯:১৭ সন্ধ্যা
হাজী সাহেবানদের এখন থেকেই কিছু করণীয় ।
* হাজি সাহেবানদের সঙ্গে কোনো মোয়াল্লেম যাবে কিনা, যারা কোথায় কোথায় হজের কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে সে বিষয়ে ধারণা দিবেন। এ ব্যাপারে জেনে নেয়া যে, মুয়াল্লেম যিনি যাবে তিনি আলেম কিনা। অনেক মুয়াল্লেম আলেম না হওয়ার কারণে হাজি সাহেবানদের সঠিকভাবে হজের কার্যক্রম সম্পন্ন করাতে পারেন না।
* হজে যাওয়ার আগেই খুব ভালোভাবে হজের নিয়ম কানুন শিখে নেয়া। কেননা হজে যাওয়ার নিয়ত করা থেকেই আপনি আল্লাহর মেহমান। তাই আপনার আশেপাশে কোথায় হজ প্রশিক্ষণ চললে তা জেনে প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন। যাতে মাসআলা মাসায়েলগুলো ভালোভাবে জেনে নেয়া যায় ।
* হজের নিয়ম কানুনের ব্যাপারে অনেক বই-পুস্তক পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে ভালোভাবে পড়ে নেয়া। হজ এজেন্সি এবং সরকারিভাবেও বই সরবরাহ করা হয়, তা সংগ্রহ করা।
* আল্লাহর রাস্তায় বের হবেন সে রকম মন-মানসিকতা তৈরি করতে শুরু করা। অনেক হাজি বয়স্ক তাই এখনকার পড়াশুনা তালিম মনে নাও থাকতে পারে বিধায় হজের বই বা গাইড নিজের সংরক্ষণে রাখা।
* হজে রওনা হওয়ার পূর্বে আপনার পরিচয়পত্র, মোয়াল্লেম কার্ড, হোটেলের কার্ড, কব্জি বেল্ট সংগ্রহ করা।
* লাগেজ বা ব্যাগের গাঁয়ে বাংলাদেশের পতাকার ছাপ, বাংলা, ইংরেজি ও আরবিতে নিজের নাম, পাসপোর্ট নম্বর, মোয়াল্লেম নম্বর লিখে দিন।
* প্রয়োজনীয় ফোন বা মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করে রাখা। যাতে সমস্যা বা বিপদে-আপদে সহযোগিতা নেয়া যায়। তা দেশে হোক আর মক্কা-মদিনায় হোক। ছোট একটি ফোন বুকে লিখে রাখা
** এখন থেকেই হাটা-হাটি ও নিয়মিত ব্যয়ামের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক অবস্থা সুদৃঢ় করার চেষ্টা করা।
*** সব সময় দোয়া করতে থাকা ,যাতে করে কাজগুলো আছান হয় ।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দেশের অনেক হাজিই অতিরিক্ত লাগেজ নিয়ে যান এটা সমস্যার সৃষ্টি করে।
--- ধন্যবাদ। হাজীদের জন্য গুরুত্বপর্ণ পোস্ট।
মন্তব্য করতে লগইন করুন