সবাই লাল কুত্তা শিয়ালের ভাই।

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১০ জানুয়ারি, ২০১৫, ১২:১৯:১৫ রাত

সবাই লাল কুত্তা শিয়ালের ভাই।

ইজতেমার কারণে ধর্মীয় সংগঠনগুলোর অনুরোধে অবরোধ স্থগিতের গুজব ও জল্পনা-কল্পনা থাকলেও দেশব্যাপী অবরোধ অব্যাহত রাখে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এতে করে বিএনপি জামাত জোট মুসলিমদের সাথে হাস্যতামাশা শুরু করেছে , এই অবরোধে কি সরকারের পতন হবে ????? না আমি তা বিশ্বাস করতে পারছিনা , কমক্ষে বিশ্বএজতেমা উপলক্ষে ঘোষনা দেয়া উচিত ছিল , কমাজকম অবরোধ প্রত্যাহার না করলে ও এজতেমার জন্য শিথীল করা হল , এমন বিবৃতি ও তারা দিতে পারেনি , তারা ক্ষমতায় আসলে যে ইসলাম নিরাপদ হবে , যাারা এমন স্বপ্ন দেখছেন , সব ভুমেরাং হবে ,

বিএনপি জামাত সহ

সবাই লাল কুত্তা শিয়ালের ভাই

বিষয়: বিবিধ

১৬২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299971
১০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৩
রক্তলাল লিখেছেন : ইজতেমা ইসলামে ফরয কাজ?

ঘুষ দুর্নীতি বন্ধ করা আর অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই নিশ্চই ফরয?

তাবলিগ কেমন ইসলামিক কাজ করে যেখানে এই সরকার আলেমদের হত্যা করছে অথচ তাবলীগ কোনো অবস্থান নিচ্ছেনা।

তাবলীগিরা বরং ঢাকার কেন্দ্রে সকল বাংলাদেশী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠণের সাথে মিলে নাস্তিকদের পৃষ্ঠপোষক ভারতের পোষা নরপশু হাসিনা ইনুদের বিরুদ্ধে সংগ্রাম করা উচিত।

১০ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৭
242802
ঈগল লিখেছেন : রাস্তা অবরোধ করা ফরফ কাজ? হরতাল করা ফরয কাজ? গাড়ি পোড়ানো ফরজ কাজ?
১০ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৩
242803
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : আল্লাহ নির্বোধ ও অত্যাচারীদের হেদায়েত করুক
299987
১০ জানুয়ারি ২০১৫ রাত ০২:৩৭
রক্তলাল লিখেছেন : গাড়ি পোড়াবেন কেনো? জবান বন্ধ হয়ে গেছে?

অন্য মুসলমানকে ত ঠিকই কুত্তা শিয়াল ডাকতেছেন।

300015
১০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৯
প্রেসিডেন্ট লিখেছেন : কুরআন হাদীসের নির্দেশনা বাদ দিয়ে যুক্তিহীন গালাগালি আহম্মক ও নির্বোধ এর লক্ষণ।
300023
১০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৭
বেআক্কেল লিখেছেন : তাবলীগের এইসব মোবাহ কামে মাতম করার কুন মানে নাই। আমামীলীগও তাবলিগের ইজেতেমায় হরতাল দিয়াছিল। সেই দিন কিন্তু এজতেমার মুরুব্বীরা কুন কতা নাই বইলা সুরসুর করিয়া টঙ্গীতে বইসা পড়ে। কয়েকবার ভারী বৃষ্টির কারণে তাবলিক ইস্তফা দেয়। এইবারের ঘটনাও সেই ধরনের একটি। অবরোধ যদি শীতল হয়, তাইলে সরকার বিএনপির-জামায়াতের নেতা-কর্মীদের অলি গলিতে ঢু্ইকা বাইর করিব।

তাদের জান প্রান সমস্যা আর আমনেরা আছেন তাবলিক তাবলিক লইয়া। তারা বোবার মত সরকারকে একটি কতা কইল না, এমনকি শেষ মুনাজাতেও দেশের জন্য এই ব্যাপারে একটি দুয়া করেনা। তাইলে এইসব তাবলিকি বয়ানে দেশের কি ফায়দা, তাদের কি ফায়দা, ইসলামের কি ফায়দা, ইমানের কি ফায়দা। এইটাই কি ইমানের বৈশিষ্ট্য!

আমনে একজন ভাল মানুষ, আমনের উপর আমার কুন গোষ্বা নাই, তবে তাবলিকের এই ধরনের কামের কুন গুরুত্ব ইসলামে নাই।
300046
১০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেখানে কনসার্ট এর জন্য মাইকে আযান বন্ধ হয় সেখানে কোনটা জরুরি? ইজতেমা না অত্যাচারির প্রতিবাদ।
১০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
242862
ঈগল লিখেছেন : প্রতিবাদের ধরণ কেমন হওয় উচিত? গাড়ি পোড়ানো, হরতাল ডাকা, অবরোধ করা?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File