এজতেমার গাড়ী অবরোধ মূক্ত রাখুন সৌদি প্রবাসী
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৭ জানুয়ারি, ২০১৫, ০৩:৩২:২৬ দুপুর
এজতেমার গাড়ী অবরোধ মূক্ত রাখুন সৌদি প্রবাসী
=======================
আসন্ন বিশ্ব এজতেমা শুরু হতে যাচ্ছে,আগামী কাল শুক্রবার থেকে , আজ থেকে মুসল্লিদের আসা শুরু হবে , তাই সরকারী ও বিরোধী দল সকল কে বলবো , আপনারা যারা গদী নিয়ে টানা টানি করছেন , তাদের প্রতি অনুরোধ আপনারা এজতেমার স্বার্থে এজতেমায় আসা সকল মুসল্লিদের গাড়ী গতি ব্যাগ করা থেকে বিরত থাকুন , এবং এজতেমার সকল গাড়ী অবরোধের আওতামূক্ত রাখুন , এ ব্যাপারে সৌদি আরবে আবস্হান রত এক ঝাঁক ধর্ম প্রান মুসল্লি এই দাবী জানিয়েছেন । কারন এই বছর ও অন্যান্য বছরের তুলনায় অনেক সৌদি আরবের বাসিন্দা সহ অনেক প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশের লোকেরা ও এ বিশ্ব এজতেমায় অংশ গ্রহনের জন্য সৌদি আরব ত্যাগ করেছেন।
বিষয়: বিবিধ
১৭৬৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিরসরাই থানার ধর্ম প্রান মুসল্লি বিশ্ব এজতেমায় অংশ গ্রহন কারী গাড়ী গুলো গত কল রাত্রে নিরাপদে টংগির এজতেমার মাঠে নিরাপদে পোছেছেন ,
আপনারা যারা এখনও যেতে পারেন নি , প্রস্তুতি নিয়ে আল্লহর রাস্তায় বাহির হোন , আল্লাহই নিরাপধে পৌছাইবেন ইনশাআল্লাহ
২। তাবলিগ জামাআতের মরুব্বিরা বেদআতী কোন কর্মকান্ড করে বলে জানা নাই।
৩। ফাযায়েলের কিতাবটি নিয়ে অনেকে আপত্তি তুলেন। পৃথিবীখ্যাত কোন কিতাবটি ত্রুটি মুক্ত কোরআন ছাড়া?
=============================
১। কাকড়াইল নিসন্দেহে বাংলাদেশের তাবলিগ জামাআতের কেন্ত্র কিন্তু ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে কেন্দ্র থেকে কোন সেস্টমেন্ট দেওয়া হয় না কেন?
২। বিশেষ বিশেষ কারণে সম্মিলিত মোনাজাত জায়েজ কিন্তু 'আখেরি মোনাজাত' শব্দটি পরিতাজ্য নয় কেন?
মন্তব্য করতে লগইন করুন