মালাকুল মউতকে সালাম অতঃপর মূত্যু
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪১:০৪ রাত
মালাকুল মউতকে সালাম অতঃপর মূত্যু
========================
সৌদি আরবের মক্কা নগরীতে, নুজহা এলাকায় আমার এক পরিচিত ব্যক্তি ।তিনি এক সৌদি মহিলাকে বিবাহ করে স্বপরিবারে বসবাস করতেন ফিলিস্তিনী এক নাগরীক,।
দীর্ঘ প্রায় দেড বছর অসুস্হ থাকার পর গত ৬ই সফর শূক্রবার মাগরীবের আযানের পর এন্তেকাল করেছেন , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন ,
মৃত্যুর পূর্বে আপনা আপনি হঠাৎ কাকে যেন সালাম করলেন উচ্ছ স্বরে " আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ" পাশে বসে থাকা তার মেয়ে জিজ্ঞেস করল বাবা তুমি কাকে সালাম দিলে এখানেতো কেউ নেই , কিন্তু বাবার পক্ষ থেকে কোন উত্তর নেই কিন্তু সালামের পর পরই বলতে লাগলেন "আস্তাগফেরেল্লাহ" আস্তাগফেরুল্লাহ " এবং এটা শেষ হতে না হতেই উচ্ছারণ করল তাওহিদের কালিমা " লাইলাহা ইল্লালাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ " এবং শেষ নিঃস্বাস ত্যাগ করল ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন , আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুণ আমিন । আহ্ কতইনা সুন্দর মৃত্যু আল্লাহ সকল কে এমন মৃত্যু নসিব করুন আমিন ।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
May Allah (swt) grant us good ending!
Thanks for this inspiring post.
মন্তব্য করতে লগইন করুন