৫ই মে শাহাদাত বরনকারীদের মধ্যে এক জন ছাত্র ছিল এক কোটিপতির ছেলেও কুরবানীর পশুর চামডা কালেকশান

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৬ অক্টোবর, ২০১৪, ০৪:১৩:২৭ বিকাল

গত ৫ই মে শাহাদাত বরনকারীদের মধ্যে এক জন ছাত্র ছিল বিরাট এক কোটি পতির

আমরা বা কওমী পডুয়ারা স্বঃপুত ভাবে , বিনা শ্রমে দ্বীনি খেদমত সহ মাদ্রাসার গরীব দুঃখী ছাত্রদের সহযোগিতা কল্পে কুরবানীর পশুর চামডা সহ অন্যান্য কালেকশান করে থাকি , এবং ওস্তাদ- সহ পাঠিদের সঙ্গে ঈদের আনন্দ ,যা মাত্র ঈদের দিন কয়েক ঘন্টা , পরে যার যার বাডি গিয়ে পরিবারের সদস্যদের সাথে ও ঈদের আনন্দ ভাগা-ভাগি করে থাকি এখানে আসলে মজটাই আালাদা ৷ আমাদের মধ্যে ধনী-গরীব কোন বেদাবেদ নেই ৷ সকলেই মিলে-মিশে ওস্তাতদের অনগত্যের মাধ্যমে , দ্বিনের ঝান্ডা উচু রাখতে আমাদের সমষ্টিগত এ প্রয়াস ৷

আমাদের ছাত্রদের মধ্যে যেমন রয়েছে নিন্ম মধ্যম ও উঁচু বৃত্তের ছাত্র তেমনি রয়েছে কোটিপতির ছেলেও

((((((((((((( গত ৫ই মে শাহাদাত বরনকারীদের মধ্যে এক জন ছাত্র ছিল বিরাট এক কোটি পতির সে ঢাকা-চিটাগাং বা দেশের ভিতর দুরের সফরে বিমানেই যাতায়াত করত , সেই ছিল কওমী মাদ্রাসার ছাত্র ))))))))))))))

==্

ছেলেটি কওমী মাদরাসায় পড়ে। বয়স আর কতো হবে;

১৪ বা ১৬,মাদরাসা/দ্বীনের প্রতি দরদ থাকার

কারণে ঈদের দিন

বাড়ী না গিয়ে চামড়া কালেকশনে এসেছে।

একটি বাসার সামনে দাড়ানো আছে বিশাল এক গরু।

সে এটা জবেহ দিবে। এবং মাদরাসার জন্য

চামড়া চাইবে। ছেলেটির ইচ্ছে পূরণ হলো। সে উক্ত

গরু জবেহ করলো। এবং মালিকের কাছে চামড়ার

ব্যাপারে আবেদন জানালো।

লোকটিকে বুঝানো হলো যে মাদরাসায় অনেক এতীম ও

দরিদ্র ছাত্র দ্বীনী এলেম শিক্ষা করছে। তাদের

খাওয়া দাওয়ার খরচ বাবদ

প্রতি মাসে মাদরাসা কতৃপক্ষের বহু টাকা ব্যায়

হয়। আপনাদের যাকাত সদকা এবং কুরবানীর পশুর

চামড়া দ্বারা এর ব্যায়ভার অনেকটাই পূরণ

করতে সক্ষম। সুতরাং চামড়াটা মাদ্রাসায়

দিয়ে দিন।

লোকটি এতো কিছু শুনার পরও চামড়া তো দিলই

না উল্টো ছেলেটিকে প্রচন্ড ধমকা ধমকি করলো। এর

তীব্রতা এতই ছিলো যে ছেলেটির চোখ থেকে টলটল

করে পানি ঝরা শুরু করলো। তারপরও ঐ সাহেবের

দীলে ভয় আসলো না যে আমি কাকে ধমক দিলাম??

উনি কি এটা ভাবলেন না যে ছেলেটি কুরআন

বুকে ধারন করেছে তাকে আমি কিভাবে ধমক দেই?

যাইহোক,

এবার ছেলেটি কথা বলা আরম্ভ করলো।

সে লোকটি কে সম্বোধন করে বললোঃ আপনি কত

টাকা দামের গরু জবাই দিয়েছেন? জানেন আমার

বাড়ীতে আপনার গরুর চাইতে ডবল গরু আমার বাপ

একাই জবাই দিয়েছেন!!

আমাদের কি ভাবেন?

আমরা ফকির মিসকিন? যেভাবে সেভাবে আচরণ

করে ফেলবেন? কি অধিকার আছে আপনার

আমাকে এভাবে ধমক দেয়ার?

চামড়া না দিলে সুন্দর

করে বলবেন! তেজ দেখান কেন??? কওমী মাদরাসায়

শুধু এতীম আর লিল্লাহ এর ছাত্ররাই পড়ে না।

এখানে বাংলাদেশের প্রতিষ্ঠিত লোকদের

সন্তানেরাও পড়ে। মেধাবী ছেলেরাও

পড়ে...সুতরাং ভেবেচিন্তে ব্যবহার খারাপ করবেন।

আপনার চামড়া জীবনে পা ধরলেও আর নেবোনা!!

যাইহোক, লোকটি পড়ে অনুতপ্ত হয় এবং প্রতি বৎসর

চামড়া মাদরাসায় দান করেন।

গত ৫ই মে শাহাদাত বরনকারীদের মধ্যে এক জন ছাত্র ছিল বিরাট এক কোটি পতির সে ঢাকা-চিটাগাং বা দেশের ভিতর দুরের সফরে বিমানেই যাতায়াত করত , সেই ছিল কওমী মাদ্রাসার ছাত্র

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271898
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৮
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনার লেখাটা পড়ে চোখে পানি এসে গেলো ।

আপনি লিখেছেন : “গত ৫ই মে শাহাদাত বরনকারীদের মধ্যে এক জন ছাত্র ছিল বিরাট এক কোটি পতির সে ঢাকা-চিটাগাং বা দেশের ভিতর দুরের সফরে বিমানেই যাতায়াত করত , সেই ছিল কওমী মাদ্রাসার ছাত্র । “

আপনি আমার ইমেইল

অথবা ফেসবুক আইডি-তে
তার নাম ঠিকানা দিন । আমি তার করব জিয়ারত করবো এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবো ।

একবার এক লোকের সাথে কথা প্রসঙ্গে জেনেছিলাম , ময়মনসিংহের ত্রিশাল হতে ১০০ জন কওমী মাদ্রাসার ছাত্র এসেছিলো, তাদের মধ্যে ৯ জন ৫ই মে শাহাদাত বরন করে । তাদের বাড়িতে কবর দেওয়া হয় । তারপর ২০ নিখোজ ছিল ।


কওমী মাদ্রাসার হুজুরদের উচিত : আওয়ামী ফিতনা , এবং ধর্মহীনতা র্ফেকা বা লাদ্বীনিয়াত র্ফিকা নিয়ে বই লেখা । তাদের উচিত, আওয়ামী লীগ ইসলাম ও মানবতার শত্রু বলে ঘোষনা দেওয়া ।

কোন মুসলিম বা অমুসলিম দুরে থাক কোন বিবেকবান মানুষ নিচের ‍উক্তিগুলো করতে পারে না :

[১] তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা- সৈয়দ আশরাফ ।

[২] আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব - সুরঞ্জিত সেন ।
[৩] কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ - সরকারী ডিজি ।
[৪] আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে - সইয়দা সাজেদা চৌধুরী ।

[৫] ধর্ম হল নেশার মত - আব্দুল লতিফ ।
[৬] রাসুল(সাঃ)কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়,এটানিয়ে হৈচৈ করা ঠিক নয় - তথ্যমন্ত্রী ইনু
[৭] রাসুল সাঃ হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন - ধর্মপ্রতিমন্ত্রী

[৮] রাসুল সাঃ ধর্মনিরপেক্ষ ছিলেন - এমপি বাদল ।
[৮] মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে ফলন ভালো হয়েছে । হাসিনা ।
[৯] গ্রামগন্জে ইসলামিক জলসা বন্ধকরতে হবে - পঙ্কজ ভট্টাচার্য ।
[১০] মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতে হলে,তাদের নাচগান শিক্ষা দিতে হবে - হাসান মাহমুদ '
[১১] বোরকার ব্যবহার ৫০০%বেড়েগেছে,বন্ধ করতেহবে,- সজিব ওয়াজেদ জয় ।
[১২] সেনাবাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়েগেছে' (কওমি সনদের সরকারী স্বীকৃতি নেই) - সজিব ওয়াজেদ জয় ।
[১৩] ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই' - সজিব ওয়াজেদ জয় ।
[১৪] সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে - সজিব ওয়াজেদ জয় ।

[১৫] কুতসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে - ডেপুটি স্পীকার -
[১৬] আমি মুসলিমও নই হিন্দুও নই – সৈয়দ আশরাফ ।
[১৭] বঙ্গবন্ধু মদজুয়া হারাম করেছেন - নৌমন্ত্র শাহজাহান ।

[১৮] কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা,উজবুক,এর া শুধু মুখস্থ করে - অর্থমন্ত্রী মুহিত ।
[১৮] কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজননকেন্দ্র - আইনমন্ত্রী শফিক ।
[১৯] ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, সে ওলামাগনের সম্মেলনে নাচ-গানের জলসা আয়োজন করে এবং বলে যে "ইসলামেই এত সন্ত্রাসী আছে,অন্যধর্মে এত সন্ত্রাসী নেই"
[২০] সাভারের ঘটনা কিছুই না - আবুল মাল মুহিত ।
[২১] সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না - কবির চৌধুরী ।

[২২] মাদ্রাসা গুলো জঙ্ঘি বানায় – শাহবাগ চত্বর ।
[২৩] হেফাজতের ১৩ট দাবি সংবিধানের সাথে সাংঘরসিক বিধায় মানা জাবে না - দিপু মনি ।
[২৪] সাভারের রানা প্লাজায় পিলার ধরে টানা টানি করায় তা ধ্বসে গেছে - মখা আলমগির ।

এই সব উক্তি আর ৫ ই মে এর ঘটনা আমার হৃদয়ে জাগরূক থাকবে । সুরা আসরটা ভালভাবে আমল করি বলে আজও সাভাবিক লোকদের মতো সমাজে বিচরন করি । মাঝে মধ্যে মনে হয় , এসব শয়তান আর ‍ভুয়া হুজুরদের গলা চেপে ধরি । কিন্তু একটা সময় মনে হয় আমি কতই না নগন্য ও ক্ষুদ্র মানুষ । আল্লাহ কেন আমাকে ক্ষমতাবান করলেন না ? তবুও ভাবি, আল্লাহ আমাকে এক সময় সাহায্য করবেন । আমি সেই আশাতে বেঁচে থাকার জন্য শুধু দিনগুলো পার করছি ।
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩১
227826
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই , সকলকে কলম সৈনিক হতে হবে
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩২
227827
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই , সকলকে কলম সৈনিক হতে হবে , ঠিকানা সংগ্রহের চেষ্টায় আছি
271934
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩০
227825
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই ,
271962
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
চেয়ারম্যান লিখেছেন : ভালো লাগল
আল্লাহ এই জুলুমের বিচার করবে।
ঈদ মুবারক আপনাকে ও এই ছাত্রদের
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩০
227824
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই ,
273437
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৯
আবু নাইম লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩০
227823
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File