সৌদি আরবে আজ যিলহজ্জের চাঁদ দেখা গেছে আরাফার দিন হচ্ছে বহু কাঙ্খিত শুক্রবারে
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৭:০০ রাত
সৌদি আরবে আজ যিলহজ্জের চাঁদ দেখা গেছে, সুতরাং এবার হাজ্জ শুক্রবারে!!
আজ চাঁদ দেখা গেছে মর্মে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে।বুধবার সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে বলে আল-আরাবিয়া নিউজ চ্যানেল অনলাইন ভার্সনে জানায়।
সে হিসেবে আগামী ৪ঠা অক্টোবর শনিবার সৌদি আরবে ঈদুল আযহা, আর আরাফার দিন হচ্ছে বহু কাঙ্খিত শুক্রবারে!!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায়ী হাজ্জের দিনটি ছিল শুক্রবার। সেজন্য অনেকেই এই দিনে হাজ্জ প্রাপ্তির তামান্না লালন করেন। বহু বছর পর এবার সেটি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ সকল হাজীদের হাজ্জ কবুল করুন, তাঁদের নিরাপদ রাখুন এবং সকলকে বারবার হাজ্জ করার তাউফীক দান করুন।
বিষয়: বিবিধ
১৮১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর রহমতে আমার দুই চাচা ও শশুর এখন মক্কা শরিফে অবস্থান করছেন হজ্জের জন্য।
মন্তব্য করতে লগইন করুন