মক্কা মদীনায় হাজী সাহেবানদের করনীয় ,বর্জনীয় ১৯পরামর্শ
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৬:৫৫ রাত
পরামর্শ ==
১৷ হারাম শরীফে যথা সম্ভব আজানের ১ঘন্টা/আধাঘন্টা আগে যাওয়া, নতুবা বিতরে জায়গা পাবেন্না,দেরীতে আসলে জায়নামাজ আবশ্যই সাথে আনবেন ৷
২৷ পেটে বা প্রস্রাবের সমস্যা থাকলে পানি ও খাওয়া দাওয়া কন্ট্রোল করুন ,
৩ ৷ জুতা সেন্ডেল পলিথিন করে সাথেই রাখুন ৷
৪৷ মানুষের চলাচল রাস্তা এডিয়ে বসুন ৷
৫৷ সাথিদের ফোন নং ,মোয়ালি্লমের ফোন সাথেই রাখুন ৷
৬৷হারাম শরীফের প্রবেশ পথ তথা গেইট নং খেয়াল রাখুন ৷যাতে আসা যাওয়ায় পথ ভূলে না যান ৷
৭ ৷ সাথী/ তাবু/হোটেল হারিয়ে ফেললে অযথা ঘূরা ঘূরি না করে অধৈয্য না হয়ে নিজের সাথে থাকা কার্ড নিরাপত্তা কর্মিদের দেখান , বা প্রবাসী কোন বাংলাদেশী বা অন্য কাউকে দেখান ৷
৮৷সাথীদের কয়েক জনের মোবাইল নাম্বার রাখুন
৯৷ যে কোন সময় সফরের দিন তারিখ ও সময় ভাল করে জেনে নিন ৷
১০৷ কংকর নিক্ষেপের সময় তাডা হুডা না করে , ধীরস্হীর ভাবে সূযোগ বুঝেই অগ্রসর হউন ৷
11/ মক্কায় আপনজন থাকলে তাদের ফোন নং সাথে রাখুন
12/ সাথে ছোট একটা পানির বোতল রাখুন যাতে পিপাসা লাগলে দূরে যেতে না হয় ৷
13/ আর আপনি পুরান হলে নতুনদের সাহায্যের মনো ভাব নিয়ে চলুন
14/ হজের মাসালা গুলো যায়গা মত করনীয় কাজ গুলো না জানলে জেনে নিন , বা অপর কে বারংবার জিজ্ঞাসা করুন ,
15/ অপরিচিত কোন লোকের দেয়া কোন কিছু খাওয়ার থেকে বিরত থাকুন , তবে সংঘ বদ্ধ ভাবে কেউ /কুম্পানি কোন খাবার ,জুস , পানি , দুধ , লেবন ইত্যাদি বিতরন করলে তা খেতে পারেন , কারন এ গুলো সরকারী ব্যবস্হাপনায় , বা সাধারন মানুষ হাজিসাহেবানদের দিয়ে থাকেন ৷
16/ নিজের বাসা বা হোটেল থেকে অজু ইস্তিন্ঞা সেরেই মসজিদে বা হারাম শরীফে যাওয়ার চেষ্টা করবেন ৷
17/ মক্কার ঐতিহাসীক স্হান গুলোর যেমন মাকামে ইব্রাহীম , হাজরে আসওয়দ , হাতিম , সাফ-মারওয়াহ সহ ঐতিহসীক স্হন গুলোর ইতিহাস জেনে নিন ৷ তহলে হজ্বের গুরুত্ব মাহাত্য দিলে স্হান পাবে ৷
/18 -- আর মুয়াল্লীম হযরাত সহ হজ্বের দায়িত্বে নিয়োজীত সকল কে ব্যবসায়ীক মানসীকতা পরিহার করে আল্লাহর মেহমানদের মেহমানদারী যাবতীয় সূযোগ সূবিধার দিকে লক্ষ রাখতে হবে ৷ যাতে কেউ কোন কষ্ট না পায় ৷ আপনি আগত মেহমানদের খাদেম হিসাবে খেদমত করুন আল্লাহ পাক আপনাকে ব্যবসায় ও সফলতা দিবেন , সাথে আপনি পাচ্ছে আখেরাতে
বিশাল এক নেকীর পাহাড ৷
19/ সাথে জরুরী খরচের টাকা রাখুন , অতিরিক্ত থাকলে বিশ্বাস যোগ্য কারো কাছে আমানত রাখুন ৷
লেখক কে ভূলবেননা আপনাদের দোয়ার মধ্যে ,
দোয়াই কামনা
আল্লাহ সকলকে হজ্বে মাবরুর নছীব করুন আমিন
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর রহমতে আমার দুইজন চাচা ইতমধ্যে মদিনা পেীছেছেন। আর আমার শশুর ইনশাআল্লাহ আগামিকাল যাচ্ছেন।
জাযাকাল্লাহু খাইরান আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন