কতজন মিলে একটি পশু কুরবানী দিতে পারবে?jood na বেজোড়?
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৯:৫৪ রাত
কতজন মিলে একটি পশু কুরবানী দিতে পারবে :
ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি পশু শুধু এক ব্যক্তি কুরবানী দিতে পারবে। গরু, মহিষ, উট সর্বোচ্চ সাত ব্যক্তি মিলে কুরবানী দিতে পারবে
অনেকে মনে করে থাকে, কুরবানীর পশুতে একাধিক শরীক থাকলে অংশ নির্ধারণ করতে হবে বেজোড় সংখ্যা হিসেবে।
শরীক হতে হবে তিনজন, পাঁচজন বা সাতজন- এই ধারণা ঠিক নয়।
সঠিক বিষয় হচ্ছে এই যে,
===============্
এক থেকে সাত পর্যন্ত যে কোন অংশে পশুটিকে ভাগ করা যাবে।
তাই দু'জন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন ও সাত ব্যক্তি মিলে একটি পশু কুরবানী দিতে পারবে।
একাধিক শরীক থাকলে করণীয় :
একাধিক শরীক থাকলে লক্ষণীয় বিষয় এই যে, অংশহিসেবে ভাগ যেন যথার্থ হয়। প্রাপ্য অংশের চেয়ে কেউ যেন কম বা বেশি না পায়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কারো যেন নিয়তে গড়মিল না থাকে। কোন অংশীদারের যদি শুধু মাংস খাওয়া উদ্দেশ্য হয় তাহলে কারো কুরবানী হবে না। এজন্য কুরবানী শুদ্ধ হওয়ার জন্য সবার নিয়ত শুদ্ধ হওয়া জরুরি।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন