সবোর্ত্তম দরূদ ও ক্ষুদ্রতম দরূদ

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১১ আগস্ট, ২০১৪, ০৮:১৮:১২ রাত

সবোর্ত্তম দরূদ ও ক্ষুদ্রতম দরূদ

সকল উলামায়ে কেরাম এতে একমত যে সবোর্ত্তম দরূদ হল দরূদে ইব্রাহীম।

যা নামাযের মধ্যে পড়া হয় । কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি সাহাবায়ে কেরাম<

এ দরূদ শিক্ষা দিয়েছেন যে, এভাবে আমার প্রতি দরূদ শরীফ পাঠ কর।

ক্ষুদ্রতম দরূদ ==

আর যখনই নবীজির মুবারক নামের আলোচনা আসে, তখন পড়ার জন্য দরূদ শরীফের সহজ ও সংক্ষিপ্ত বাক্য নির্ধারন করা হয়েছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

>অর্থৎ আল্লাহ তা’লা তার উপর সালাম পাঠান। এতে দরূদও হয়ে গেল, সালামও হয়ে গেল এবং আশা করা যায় পাঠকারী দরূদ শরীফের ফজীলত লাভ করবে।

এ প্রসংগে উলেস্নখ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম শোনার পরও যে দরূদ পড়েনা তার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধ্বংষ হবার বদ দুআ করেছেন (সহীহ বুখারী শরীফ)।

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File