সৌদিতে অভিবাসীরা ৮ বছরের বেশি থাকতে পারবে না

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৮ জানুয়ারি, ২০১৪, ০২:১১:৪০ রাত



সৌদি আরবে অভিবাসীরা আট বছরের বেশি থাকতে পারবে না। দেশটির সরকার নিজেদের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি আইন পাস করার পদক্ষেপ নিচ্ছে। এই আইন পাস হলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অনেক শ্রমিককে দেশে ফিরে আসতে হবে। খবর এনডিটিভির।

সৌদির শ্রম মন্ত্রণালয় নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 'নিতাকাত' নামের একটি আইন পাসের চিন্তা করছে। এই আইনে এ ধরনের একটি ধারা সংযুক্ত করা হচ্ছে। এর ফলে দেশটিতে বিদেশি শ্রমিকের সংখ্যা কমে আসবে। এর ফলে সৌদির নাগরিকরা অধিক বেতনে চাকরি পাবে। প্রস্তাবিত আইন অনুযায়ী একজন অভিবাসী যদি তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে বাস করে তাহলে সেই পরিবার দুইজন শ্রমিক হিসেবে বিবেচিত হবে। দম্পতি দেড় পয়েন্ট এবং দু্ই সন্তানকে অর্ধেক পয়েন্ট ধরে আর একজন শ্রমিক হবে। একজন অভিবাসী তিনজন শ্রমিক মানের সঙ্গী নিয়ে থাকতে পারবে। তবে ফিলিস্তিনিদের মতো যারা স্বদেশচ্যুত তারা এর আওতায় পড়বে না।

http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMDhfMTRfMV8zMV8xXzk5NzAy

বিষয়: বিবিধ

২২১১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160229
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7218

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> যমুনার চরে লিখেছেন : এইটা একটা কথা হইল? পাক কোরানে আল্লা কইসে- মুসলমানদের কোন দেশ-সীমান্ত নাই। সব মুসলিম এক জমিন, এক কাতার.........., নাকি আল্লার আইন ফেল মারসে????????
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২১
114662
ওরিয়ন ১ লিখেছেন : ওরে মূর্খ, আবু জাহেলের নাম ছিল আবু হাকাম, কিন্তু সত্য বিমুখতার পরে তার নাম হয়ে গেল আবু জেহেল ( মূর্খের পিতা)। তারপর বদরের প্রান্তরে হলো সলিল সমাধি। শুরু হলো পরকালের আজাব....। সাবধান বাছাধন, এখনো সময় আছে, নতুবা ফেরাউনের কাতারে যেতে হবে।
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৪
114666

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7218

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> যমুনার চরে লিখেছেন : খচ্চর আকৃতির রকেট বিজ্ঞানের পন্ডিত?
162369
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
আব্দুল গাফফার লিখেছেন : সোদি এই আইন পাস হলে দেশে বিনিয়োক বাধা মুখে পডবে এতে লাভ এর চায়তে লোকসান বেশি হবে ।
164683
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : সারা জীবন প্রবাসে থেকে কি করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File