ফাঁন্দে পড়িয়া বগা কান্দেরে

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৩:৩৩ রাত

বিএনপি কোনো ফাঁদ হিসেবে ‘মার্চ ফর ডেমোক্রসি’ নামের আন্দোলনের ডাক দিয়েছে কি না তা জানি না, তবে গ্রাম্য প্রবাদ ‘ঝড়ে কাউয়া মরে ফকিরের কারামতি বাড়ে’র ন্যায় বিএনপির আন্দোলনটি আওয়ামীলীগের জন্য ‘ফাঁন্দে পড়িয়া বগা কান্দেরে’তে পরিণত হয়েছে।

০১. এতোদিন বিএনপি চেয়েছে ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ থাকুক, তাই তারা লাগাতার অবরোধ দিয়ে রেখেছিলো। পক্ষান্তরে আওয়ামীলীগ ও তাদের পুলিশ বাহিনী চেয়েছে গাড়ী চলাচল স্বাভাবিক থাকুক।

০২. এখন বিএনপি চাইছে গাড়ী চলুক, ঢাকায় জমা হোক তাদের নেতাকর্মীরা, কিন্তু আওয়ামীলীগ ও তাদের পুলিশ বাহিনী তা প্রতিহত করতে গিয়ে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে। বাংলাদেশে এভাবে কখনো অবরোধ পালিত হয়েছে কি না তা ইতিহাস ঘাটতে হবে।

এখন সরকার যেদিকেই যাবে লাভ বিএনপির, কিন্তু মহাফাঁদে পড়েছে মহাজোট। বিএনপি আগামীকালও তাদের ‘মার্চ ফর ডেমোক্রসি’ কর্মসূচী অব্যহত রেখেছে, তার মানে আগামীকালও সরকারী অবরোধ। বিএনপি এতোদিন যা চেয়েছে (অবরোধের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অচল) তা সরকারী বাঁধায় ভালোভাবে সফল করতে না পারলেও এখন তা সরকার ও তাদের পুলিশ, র‌্যাব এবং বিজিবি বাহিনী-ই ১০০%সফল করে দিচ্ছে। অন্যদিকে যদি সরকারী অবরোধ প্রত্যাহার করা হয়, তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী বিরোধী লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলবে, যে কম্পনে সরকারের স্বৈরাচারী মসনদও কেঁপে উঠবে, বাধ্য হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে।

এখন ফাঁন্দে পড়িয়া বগা কান্দে ছাড়া আওয়ামীলীগের কোনো পথ দেখা যাচ্ছে না। কিন্তু বিএনপি আপাতত নাকে তেল দিয়ে ঘুমোতে পারে, সেজন্য শর্ত হলো- ‘মার্চ ফর ডেমোক্রসি’ চালিয়ে যেতে হবে, ব্যাস। বিএনপির আর অবরোধ ডাকতে হবে না, সরকারই অবরোধ দিয়ে সারাদেশ ১০০% অচল করে দিবে। আওয়ামীলীগ বাঁধা দিতে গিয়ে যেটি করছে, সেটি বিএনপির পক্ষেই যাচ্ছে। যেমনঃ মার্চ ফর ডেমোক্রসি’র বাঁধা দিতে গিয়ে অঘোষিত অবরোধ দিয়েছে, এটিও বিএনপির পক্ষে। আবার অবরোধ না চাইলে ঢাকায় লক্ষ লক্ষ জনতার ঢল। এবার সরকার যাবে কোথায়?

ফাঁ ন্দে প ড়ি য়া ব গা কা ন্দে রে...

বিঃদ্রঃ ‘মার্চ ফর ডেমোক্রসি’ শরিয়তে দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে নয়, সাধারণ একজন নাগরিক হিসেবেই মন্তব্যটি পেশ করেছি।

---মুহাম্মাদ হাবিবুর রহমান মিছবাহ, কুয়াকাটা

উপরোক্ত বক্তব্য টুকুর আলোকে বলতে চাই

কোনো উপায় না থাকলে না জায়েজ কাজও জায়েজ হয়ে যায়। এটাই শরিয়তের বিধান।

যেমন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হারাম খাওয়া জায়েজ।

কিন্তু বর্তমান সরকার যে ভাবেই হাঁটছে দেশ জন গন ও ইসলামের ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে এর প্রতিবাদের যত প্রন্থাই আছে তা করা ঈমানী ও নৈতীক দায়িত্ব ,

বিষয়: বিবিধ

১৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File