একই সময়ে ইলেকশন-যুদ্ধাপরাধ বিচারের রায় আওয়ামী রাজনৈতিক কৌশল

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৮ ডিসেম্বর, ২০১৩, ০১:৩৭:৫০ রাত

একই সময়ে ইলেকশন-যুদ্ধাপরাধ বিচারের রায় আওয়ামী রাজনৈতিক একটি কৌশল কারন তারা জানে যুদ্ধাপরাধের রায় নিয়ে দেশে কি ঘটতে পারে ৷

সরকার ইচ্ছা করে যুদ্ধাপরাধ বিচারের রায় টাকে ইলেকশনের সময় টেনে নিয়ে এসে বিশৃংখলা টা বাডিয়ে দিয়েছে মনে হয় , এ দুটি আলাদা ইসু কে এক সাথে নিয়ে এসেছে সরকারই ৷

না হয় ইলেকশনের সময় যেখানে উৎসব মূখর পরিবেশে ভোট দেয়ার কথা সেখানে এমন সহিংসতা কাম্য নয় , এমন সহিংসতা অরাজকতা বাংলার ইতিহাসকে হার মানাচ্ছে ৷ মানুষ আজকে ঘরের বাহিরে যেতে মা-বাবা স্ত্রী-সন্তান সন্ততি থেকে বিদায় নিয়ে বের হচ্ছে হইতে পারে এটা জীবনের শেষ কথা শেষ দেখা ইত্যাদি ৷ অনেকের মতে এ স্বাধীন দেশে সেই মহান মূক্তি যুদ্ধের সময় পাক-হানাদার বাহিনীর সেই ভয়াল বর্বরতাকে হার মানাচ্ছে ৷আবশ্যই আমরা সকলেই যুদ্ধকালীন বা অধ্যাবদি যুদ্ধপরবর্তি সকল মানবতা বিরোধী অপরাধের বিচার চাই , তবে তা হতে হবে ন্যায় বিচার , কোন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নয় ৷ আজকের এ সময়ে মিডিয়াতে যে সকল অপরাধীদের ছবি প্রকাশ পেয়েছে পিস্তল ,দা ,কিরিস্ , হাতে সন্ত্রাস- হত্যার মহডা দেখায় এ সকল সন্ত্রাসীদের বিচার করা আগে করা হলে দেশে শান্তি এমনিই ফিরে আসবে

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File