এই মূহুর্তে জরুরী অবস্থা ঘোষণা করা ছাড়া সরকারের কোন বিকল্প নেই।

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪৫:৩৭ বিকাল

এই মূহুর্তে জরুরী অবস্থা ঘোষণা করা ছাড়া সরকারের কোন বিকল্প নেই।

********************************************************

এটি যতো তাড়াতাড়ি হবে ততই সকলের জন্য মঙ্গল । দেরী করলে সরকার বিপদে পড়বে সব চেয়ে বেশি। জরুরী অবস্থা দিয়ে সরকার নিশ্চিন্তে ২৪শে জানুয়ারী পর্যন্ত নির্বিঘ্নে থাকতে পারে। এরপর সংবিধান মতে- পার্লামেন্ট ভেঙ্গে যাবে, মন্ত্রী পরিষদ পদত্যাগ করবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন যদি তত্ত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন সরকারের অধীনে হয় তবে আওয়ামীলীগ-বি এন পি ও দেশ-জাতি সকলের জন্যই মঙ্গল হবে । কিন্তু জেদাজেদী করলে সবকিছু হারাতে হবে আওয়ামী লিগকে অনেকের মতো ,

তাছাডা ইমারজেন্সী আসলে দেশের সাধারন মানুষ সুখে থাকে বলে অনেকেই মনে করেন ৷ যেমন টি বিগত ওয়ান ইলেভেনে হয়েছিল ৷ অনেক কে এমনি বলতে শুনেছি এখন ও তা নিয়ে বলাবলি প্রতিনিয়তই হচ্ছে ৷

যদিও তা রাজনৈতিক নেতাদের জন্য সুখকর নয় ,আর দেশের জন্য ও মঙ্গল নয় ৷ কিন্তু যদি ও ইমারজেন্সিতে মঙ্গল নেই সকলেই জেনে শুনেও কেন

আমাদের রাজনিতী বিধরা সেই পথে হাঁটেন , মূলত জরুরী আবস্হা-ইমারজেন্সীর জন্যই রাজনিতীবিধরাই দায়ি

আমরা সাধারন জনগন শান্তি চাই , আরামে আরায়েশে থেকে ধর্ম-কর্ম করে ঈমান নিয়ে ফুলের মত জীবন গডে স্বসন্মানে দুনিয়া থেকে যেতে চাই ,

সব অসুস্হতা দূর ইউক সব অসুস্হতা দূর ইউক সব অসুস্হতা দূর ইউক সব অসুস্হতা দূর ইউক

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File