শুরু হল মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশি , মাদ্রাসা তল্লাশীর পূর্বে পুলিশদের তল্লাশী করল কতৃপক্ষ , সাবধান !
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ অক্টোবর, ২০১৩, ০৯:৫৫:৩৪ রাত
শুরু হল মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশি!
********************************
আজ বিকালের দিকে চট্টগ্রাম শহরে অবস্থিত
মোজাহেরুল উলূম মাদ্রাসায় প্রায় শত শত পুলিশ
হানাদেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ গেইট বন্ধ
করে দিলে, পুলিশ মাদ্রাসা ঘিরে ফেলে।
পরে সমঝোতার ভিত্তিতে তাদেরকে মাদ্রাসার
ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তাদের
কাছে জানতে চাও হয় কেন তাদের এভাবে আসা?
তারা উত্তরে বলে, উপরের নির্দেশে আমরা তদন্তে ,
তল্লাশী করতে এসেছি৷
মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের
*************************
বলে তদন্তকরা যাবে তবে আমরা আগে আপনাদেরকে তদন্ত
*****************************************************
করব!
পুলিশদেরকে তদন্ত করার পর পুলিশ মাদ্রাসায় *
*****************************************
প্রবেশ করে এবং মাদ্রাসার প্রায় সকল কক্ষ
*************************************
তল্লাশী শেষে কিছু না পেয়ে মাগরিবের
**************************
আগদিয়ে ফিরে যায়।
**********************
বিশেষ সূত্রে জানাযায় পুলিশ এ মাদ্রাসাতেও
একটি বোমা নাটক সাজানো উদ্দেশ্যে আসে।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষের সতর্কতার কারণে তাদের
ষড়যন্ত্র ব্যর্থ হয়।
আরো জানাযায় প্রায় সব মাদ্রাসায় এমন অভিযান
চালানো হবে। হঠাৎ করে এমন অভিযান চালানোর
কারণ হিসেবে বিশেষমহল মনে করেন এ দেশের
কওমী মাদ্রাসার প্রতি মানুষের এক বিশেষ
মায়া সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের কারণে সরকারের
ইসলাম বিরুধী কর্মকান্ড রুখে দিতে আম জনসাধারণ
হেফাজতে ইসলামের আন্দোনে অংশগ্রহণ করেছে।
সাবধান !
সকল সরকারী-বেসরকারী মাদ্রাসা মসজিদ কতৃপক্ষ সাবধানে থাকুন , কেউ তল্লাশীর নামে যেন তাদের সাথে হাতে করে নিয়ে আসা কোন বোমা বা বিস্পোরক দ্রব্য মাদ্রাসায় রাখতে না পারে ,
বর্তমানে প্রায় এমনটিই ঘটছে জাগায় জাগায় , এবং সঙ্গে সঙ্গে ক্যামরা বিশিষ্ট মোবাইল রেডি রাখুন , কোন অগঠন ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে যেন ভিডি ও বা ফিক্-সার তুলতে পারেন
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন