আলেম ওলামারা কিছু করলেও দোষ না করলেও দোষ।
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৭ জুলাই, ২০১৩, ০৩:২৬:১৭ দুপুর
আলেম ওলামারা কিছু করলেও দোষ না করলেও দোষ।
আলেমরা মসজিদ-মাদ্রাসা নিয়ে থাকলেও দোষ ;
লোকে বলাবলি করে – যে তারা কী জানে ? আছেতো শুধু মসজিদ-মাদ্রাসা নিয়ে ।
দুনিয়া সম্পর্কে তাদের কি কোনো জ্ঞান আছে ?
...
আবার এই আলেমরাই ইসলাম ও দেশের সেবায়
রাজনীতি করলে তারা বলে– মাওলানা সাহেবের কান্ডটা দেখ, মসজিদ-মাদ্রাসা ফেলে রাজনীতি শুরু করেছে। তাদের কাজ তো ইমামতি করা আর বিয়ে পরানো। তারা রাজনীতি করবে কেনো?
আর ব্যবসা-বাণিজ্য করে সচ্ছল হলে বলবে হায়! হায়!! মাওলানা সাহেবকে তো দুনিয়া ধরে ফেলেছে । আল্লাহ-রাসুল বাদ দিয়ে দুনিয়া নিয়া ছুটাছুটি করছে। আবার মাদ্রসা-মসজিদের চাঁদা ওঠাতে গেলে তারা মন্তব্য করবে ,
মাওলানা সাহেবতো ভিক্ষা শুরু করেছে।
আসল কথা হচ্ছে, আমরা তাদের
এইসব কথায় কখনো কান দেই না। আমরা আছি আল্লাহর রাস্তায় । আল্লাহ পাক যখন যা করতে বলেছেন আমরা তাই করি।"
-মুফতি আমিনী রহঃ
আবার ইদানিং বলাবলি আরম্ভ হয়ে গেছে ইসলাম হেফাজত তো আল্লাহই করবে ,
হেফাজতে ইসলাম কোন দল আবার ? কি ভাবে তারা ইসলাম হেফাজত করবে ?
আরে ঐঐঐঐঐঐঐ বেকুফরা এটা জানেনা যে আল্লাহ ইসলাম -কোরান কে হেফাজত করবেন আবশ্যই, তবে আল্লাহ নিজে এসে করবেন না , বরং তাঁর প্রতিনিধী নবী -রসুল , ছিদ্দিকীন সোহাদায়ে কেরাম , নবীর উত্তরসূরী আলেম ওলামাদের মাধ্যমেই হেফাজত করবেন ,
এ জ্ঞান টুকুই যাদের নেই তারা নাকী আবার নিজেদের কে নবীর প্রেমীক বলে দাবী করে থাকেন ছিঃ ছিঃ এ লজ্যা রাখি কোথায় ?
বিষয়: বিবিধ
১৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন