সংবিধান সমকামিদের অধিকারের পক্ষে ছিঃ ছিঃ এ লজ্যা রাখি কোথায়
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৫ জুন, ২০১৩, ১২:৫২:৪৭ রাত
সংবিধান সমকামিদের অধিকারের পক্ষে : দীপু মনি !
ছিঃ ছিঃ এ লজ্যা রাখি কোথায় , যে ঘৃনিত কাজটি একটা জানোয়ার ও করতে পছন্দ করেনা , পৃথিবীতে এমন নজির কেউ দেখাতে ও অক্ষম , আর সেই ঘৃনীত কাজটি বৈধতা দিচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ ,
এটা মানুষ হিসাবে যেমন অপমান ওলজ্যা জনক তেমনি খোদায়ী বিধান মতে ও অভিশপ্ত গুনাহে কবিরাহ এতে কোন সন্দেহের অবকাশ নেই ৷
কোরাআন বাইবেল ইনজিল সহ সকল ধর্মীয় গ্রন্হে সকল ধর্মে এটাকে অবৈধ হারাম ,ঘোষনা করা হয়েছে , তার পরও কিছু মানুষ নামের কলঙ্ক অপদার্থ বিকৃত মস্তিক্ব ব্যক্তি বর্গ, ব্যক্তি স্বাধীনতার নামে এ ঘৃনিত কাজকে বৈধতা দেয়ার জন্য উঠেপডে লেগেছে ৷
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেখানে শতকরা ৯০ ভাগ মুসলিম হলেও অন্যান্য ধর্মাবল্মীরা ও
প্রায় সকলে ধর্মীয় অনুসূচনা মাফিক চলার চেষ্টা করেন , আর সেই দেশে ৷
সংবিধান সমকামিদের অধিকারের পক্ষে : মাননীয় পররাষ্ট্র দীপু মন্ত্রির এ বক্তব্য আমাদের কে রিতীমত হতভাগ করেছে ৷লজ্যায় আমাদের মাথা হ্যাড হয়ে যায় , প্রবাস জীবনে অন্য দেশীদের সামনে
বাস্তবে এ ঘৃনিত কাজটি হযরত লুত আঃ এর জমানায়
جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ﴾
৮২) তারপর যখন আমার ফায়সালার সময় এসে গেলো, আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার ওপর পাকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম, ৯১
৯১. সম্ভবত একটি ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাতের আকারে এ আযাব এসেছিল। ভূমিকম্প জনবসতিটিকে ওলট-পালট করে দিয়েছিল এবং অগ্নুৎপাতের ফলে তার ওপর হয়েছিল ব্যাপক হারে পাথর বৃষ্টি। "পাকা মাটির পাথর" বলতে সম্ভুবত এমন মাটি বুঝানো হয়েছে যা আগ্নেয়গিরির আওতাধীন এলাকার ভূগর্ভস্থ উত্তাপ ও লাভার প্রভাবে পাথরে পরিণত হয়। আজ পর্যন্ত লূত সাগরের দক্ষিণ ও পূর্ব এলাকায় এ পাথর বর্ষণের চিহ্ন সর্বত্র সুস্পষ্টভাবে দেখা যায়।
﴿مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ ۖ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ﴾
৮৩) যার মধ্য থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল৷ ৯২ আর জালেমদের থেকে এ শাস্তি মোটেই দূরে নয়৷ ৯৩
তখনকার
সময়ের কিছু কুলাঙ্গার দ্বারা সংগঠিত হলে মহান আল্লাহ তায়ালা তাদের কে আসমানী গজবের দ্বারা ধবংশ করেছিলেন সেই ঐতিহাসীক গঠনার সাক্ষি আজও পৃথিবীতে
বিদ্ধমান আছে , মৃত সাগর নামে পরিচিত সেই জর্দানের বুকে
আজও বাকী আছে , কেয়ামত পর্যন্ত ঐ অভিশ্প্ত সাগর বা স্হানে কোন জীবন্ত প্রানী ঐ পানিতে বাঁচবে না , এবং কোন জীবন্ত প্রানিও ঐ সাগরে ডুবেনা ৷ এত বড খোদায়ী গজবের আলামত বিদ্ধমান থাকা সত্বে ও কি ভাবে এ জগন্য ন্যাক্কার জনক কাজকে বৈধতা দে আমার বুঝে আসেনা !
নীচে সেই
মাননীয় পররাষ্ট্র দীপু মন্ত্রির বক্তব্যটি এখানেই পাবেন ******************************************************
বাংলাদেশের সংবিধানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার মানুষদের (সংক্ষেপে এলজিবিটি) অধিকার সংরক্ষণের স্বীকৃতিদানের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি।
গত এপ্রিল মাসে জেনেভায় অনুষ্ঠিত ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে তিনিএ তথ্য জানান।
তিনি আরো বলেন, সাংবিধানিকভাবে তাদের সমঅধিকার ও স্বাধীনতা দেয়ার কথা বলা হয়েছে ।
সম্প্রতি বিডি নিউজ ২৪ ডট কম-এ প্রকাশিত রেইনার এবার্টের “সমকামিতা : ধারণা বনাম বাস্তবতা” শিরোনামের এক নিবন্ধে এ তথ্য প্রকাশ করা হয়।
নিবন্ধে আরো বলা হয়,কয়েক মাস আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির একটি অনুষ্ঠানে ঘোষণা দেন যে, জাতীয় আইন কমিশনের সহায়তায় তার কমিশন একটি আইনের খসড়া তৈরির কাজ করছে যেটি ব্যক্তির যৌনজীবনের কারণে তার প্রতি বৈষম্য নিষিদ্ধ করবে।
http://www.newsevent24.com/2013/06/04/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0/
বিষয়: বিবিধ
২৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন