১২ বছরের মাদ্রাসার ছেলেদেরকে নাকি জোর করে ধরে নিয়ে আসা হয়েছে হেফাজতের কর্মসূচিতে।এ নিয়ে আমার ও সকল দেশবাসীর প্রশ্ন ?????????????
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ মে, ২০১৩, ০২:৪৭:৪৯ দুপুর
-
***১০-১২ বছরের মাদ্রাসার ছেলেদেরকে নাকি জোর করে ধরে নিয়ে আসা হয়েছে হেফাজতের কর্মসূচিতে। এই বিষয়টি কয়েকটা দালাল মিডিয়া প্রচার করতেছে দেখলাম।
আচ্ছা এখন আমার কথা হলো,
******হেফাজতের সমাবেশে এসে "আল্লাহু আকবার,আল্লাহু আকবার" বলে চিত্কার দেওয়াটা খুব বাজে একটা কাজ হয়ে গেছে এবং মিডিয়াতে এটা নিয়ে সমালোচনা করা হচ্ছে। আর যখন শাহবাগ গাঞ্জা স্কোয়ারে ৫-৬ বছরের বাচ্চাকে এনে তাকে দিয়ে "রাজাকারের ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই" বলে চিত্কার দেওয়ানু হয়েছিলো তখনতো এটা নিয়ে কারো মাথা ব্যাথা ছিলো না!!
বরং সেটিকে চুর্নী সাহা মার্কা কিছু মিডিয়া প্রচার করে বলেছিলো ওই বাচ্চাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠেছে।
***যদি মুক্তিযুদ্ধার চেতনা থেকে ৫-৬ বছরের শিশু গাঞ্জা স্কোয়ারে এসে মুখে দুধের বোতল চুষতে চুষতে "রাজাকারের ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই" বলে স্লোগান দিতে পারে,
*** তবে ইসলামের চেতনা লালন করে,আল্লাহকে ভালোবেসে হেফাজতের সমাবেশে এসে ১০-১২ বছরের একজন মুসলিম ছেলে বুকে কুরআন রেখে "আল্লাহু আকবার,আল্লাহু আকবার" বলে স্লোগান দিতে পারবেনা কেন ????
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন