সাভার ট্রাজিডিতে প্রবাসীদের চোখ টিভি,ইন্টারনেট ও,ব্লগে

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ এপ্রিল, ২০১৩, ০২:১৯:২৮ দুপুর



সাভারের রানা প্লাজার মর্মান্তিক বানিজ্যিক ভবন ধসের ঘটনার নিহত প্রায় চার শতাধিক, লাশের সংখ্যা আরো বাড়তে পারে তাতে কোন সন্দেহ নাই। এত লোকের হত্যা কান্ড দেখে দেশবাসী শোকাহত ও ক্ষুদ্ধ। বাংলাদেশ তথা প্রবাসে যারা আছি সবক্ষন সবার চোখ দেশের টিভি চ্যানেলে ব্লগ পেইজবুকের দিকে উদ্ধার কাজে এগিয়ে এসেছেন দেশের সকল স্তরের মানুষ সহযোগিতা হাত বাড়িয়েছেন দেশের অনেক হাসপাতাল ।

সাহায্যের মনোবল থাকলে ও প্রবাসে থেকে দোয়া করা ছাডা আর কিছুই করতে পারছিনা ৷

প্রতিটি লাশ দেখে চোখের পানি ফেলেছেন এদেশের অনেক মানুষ। শোকে মর্মাহত মানুষের ভীড় ছিল ভবনের চারিদিকে। কোন লোক জীবিত উদ্ধার হলে সকলের চোখে মুখে হাসির ঝলক দেখা যায়।

আললাহ আল্লাহু আকবর বলে চিৎকার দিয়ে অনেকে মনের া ভাব প্রকাশ করছেন , কেউ বা নিরবে চোখের অশ্রুতে বুক ভাসাচ্ছেন , এ কি হত্যাকান্ড ,? এ কি গজব ?

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File