মৃত্যুপথে আমার দেশ সম্পাদক দেশ বাসী দোয়া করুন

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৯ এপ্রিল, ২০১৩, ০১:৫৩:৫২ রাত

মৃত্যুপথে আমার দেশ সম্পাদক

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মৃত্যুশয্যায়। এইমাত্র তাকে আইসিউ থেকে সিসিউতে নেয়া হয়েছে। ডাক্তাররা বলেছে অনশন না ভাঙাতে পারলে বাঁচানো যাবে না এ মহান সাংবাদিককে। তার হার্ডবিট ৪৮ এ নেমে এসেছে। কিডনি কোন কাজ করছে না। নিজের শক্তিতে অক্সিজেনও নিতে পারছেন না,

তিন দাবিতে মাহমুদুর রহমান অনশন করছেন তা হলোÑ

এক. আমার দেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কারাবন্দি সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগমের নামে দায়ের করা উদ্দেশ্যমুলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

দুই. আমার দেশ-এর ছাপাখানা খুলে দেয়া এবং সব ধরনের হয়রানি বন্ধ করে পত্রিকা প্রকাশের সুযোগ করে দিতে হবে।

তিন. আমার দেশ-এর বাইন্ডিং ও প্রেসের গ্রেফতারকৃত ১৯ কর্মচারিকে মুক্তি দিয়ে সব ধরনের অভিযোগ প্রত্যাহার করতে হবে।

সকলেই তার জন্য দোয়া করুন ,

আয় আল্লাহ তুমি তাঁকে এখনি নিয়ো না!

আয় আল্লাহ! তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো

বিষয়: বিবিধ

২৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File