অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযানে নামছে সৌদি সরকার {২০ লাখ ৮৩ হাজার টাকা) জরিমানা বা দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।}
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৮ এপ্রিল, ২০১৩, ০৯:২৩:৫৪ রাত
সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল আল-ফাকিহ আজ বুধবার জানিয়েছেন, দেশটিতে যেসব বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছেন, তাঁদের ধরতে সরকার শিগগির নতুন অভিযান শুরু করবে।
আল জাজিরা জানায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণীত হয়েছে। অভিযানের জন্য নতুন করে এক হাজার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁরা পুলিশের সহায়তায় কাজ করবেন।
কোনো প্রতিষ্ঠান যদি বেআইনিভাবে শ্রমিক নিয়োগ দেয়, তবে সেটিকে জরিমানা করা হবে।
মন্ত্রী ফাকিহ বলেন, ‘যদি কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানের মালিক গোপনে অবৈধ শ্রমিক নিয়োগ দেন, তবে সেটিকে নিষিদ্ধ করা হবে।’
প্রত্যেক অবৈধ শ্রমিককে ২৬ হাজার ৭০০ ডলার (প্রায় ২০ লাখ ৮৩ হাজার টাকা) জরিমানা বা দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত এমবিসি টেলিভিশনকে ফাকিহ বলেন, ‘সৌদি আরবের এখনো বিদেশি শ্রমিকের প্রয়োজন, তবে তাঁদের এ দেশের আইন মেনে চলতে হবে।...আমাদের লাখ লাখ বিদেশি শ্রমিক আছেন ও থাকবেন। এখন প্রায় ৭৫ লাখ বৈধ বিদেশি শ্রমিক আছেন এবং তাঁদের আমাদের প্রয়োজন।’
শ্রমবাজার সংস্কারের অংশ হিসেবে লাখ লাখ অবৈধ শ্রমিককে বের করে দিচ্ছে সৌদি সরকার। দেশটিতে এখন বেকারত্বের হার প্রায় ১২ শতাংশ। সৌদি সরকার চাইছে, অবৈধ শ্রমিকদের বের করে দিয়ে বেকার নাগরিকদের কাজের সুযোগ সৃষ্টি করতে।
বাংলাদেশের কয়েক লাখ শ্রমিক সৌদি আরবে বৈধ ও অবৈধ উপায়ে কাজ করেন। নতুন অভিযানের ফলে বাংলাদেশের অবৈধ শ্রমিকেরা যেমন চাপের মুখে পড়বেন, তেমনি বাংলাদেশও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার উত্স হারাবে।
http://www.prothom-alo.com/detail/date/2013-04-17/news/345566
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন