অঞ্জন দত্তের বেলা বোস গানের মে. জে. হাসান সোহরাওয়ার্দী সংস্করন

লিখেছেন লিখেছেন মিনহাজ আল হেলাল ২৮ এপ্রিল, ২০১৩, ০৪:২৪:১৮ বিকাল

প্রোমোশনটা এখন নিশ্চিত ওগো শুনছ

আর মাত্র কয়েকটা মাস ব্যস,

প্রথমেই আমি লে. জে. হব তারপরে হব চীফ

তখন আর তুমি ধমকাতে পারবে না।

স্বপ্ন এবার হয়ে যাবে ওগো সত্যি

এতদিন ধরে কত খুজেছি চাঞ্চ,

১০-১২ বার সুযোগ খুজে তেলটা এবার মেরেছি

হবে না এ সুযোগ কিছুতেই আর হারাতে।

চুপ করে কেন, একি ওগো তুমি রাগছ?

প্রোমোশনটা আমার নিশ্চিত ওগো সত্যি,

রাগ্গারাগি ঝগড়া-ঝাটির সময় গেছে পেরিয়ে

এ-ই! তুমি শুনতে পাচ্ছ কি?

বিষয়: বিবিধ

১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File