সারা বাংলায় খবর দে, বাকশালীদের কবর দে...

লিখেছেন লিখেছেন মিনহাজ আল হেলাল ১১ এপ্রিল, ২০১৩, ০৪:২৪:১৪ বিকাল

মুক্তিকামী মানবের এ মিছিল অন্তহীন

এসো শরীক হও এ শান্তি যাত্রায়,

অগ্রসর হও সম্মুখপানে,

প্রতিবাদী হও জুলুম নিপীড়নের বিরুদ্ধে;

উম্মুক্ত করো এ নিঃস্বার্থ আহবান-

সারা বাংলায় খবর দে

নিপীড়কদের কবর দে। ।

.

সত্য মিথ্যার এ দ্বন্দ সংঘাত চিরন্তন

এসো সাক্ষী হও সত্য-ত্যাগের,

চেপে ধর সকল অসাধু জঞ্জালতার টুটি,

জাগিয়ে তোল সত্যকন্ঠ কৃত্তিমতা রোধে;

প্রসারিত কর এ সত্যের ডাক-

সারা বাংলায় খবর দে

হলুদ মিডিয়ার কবর দে।।

.

মীর জাফরদের নির্লজ্জতা ইতিহাগত সত্য

এসো এক হও এ মুক্তি সংগ্রামে,

ধ্বংস কর আগাছা সকল দূষিত বীজ,

ভেঙ্গে ফেল পক্ষীবেশী শকুনীর সকল ডানা;

বিস্তৃত কর এ দীপ্ত আওয়াজ-

সারা বাংলায় খবর দে

ইন্দো-দালালীর কবর দে।।

.

ন্যায় অন্যায়ের এ যুদ্ধ অবিরাম-নিরবধি

এসো শপথ কর আরেকটি বিজয়ের,

মুছে ফেল বাকশালীদের নষ্ট চেতনা,

ছিন্ন কর অবিশ্বাসীদের কলুষিত বিবেক

বলিষ্ঠ কর এ অমলিন কন্ঠস্বর-

সারা বাংলায় খবর দে

বাকশালীদের কবর দে।।

বিষয়: বিবিধ

১৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File