এখনই সময় মৌলবাদের কালো থাবা থেকে দেশকে মুক্ত করার!

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ০৭ এপ্রিল, ২০১৫, ০৯:২৬:৪৭ রাত

আজ থেকে প্রায় ছয়মাস আগে একটি লেখা পোষ্ট করেছিলাম যার শিরোনাম ছিল “মৌলবাদের খঞ্জর, রাষ্ট্রযন্ত্রের জেল জুলুম এবং আমাদের মুক্তমত! ” আমি আমার ঐ পোষ্টে বলতে চেয়ে ছিলাম আমাদের স্বাধীন বাংলাদেশে নিজের মুক্ত মত প্রকাশ করা কত কঠিন । যদিও আমার ঐ পোষ্টের জন্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি শুনতে হয়েছে । অবশ্য ঐ হুমকি ধমকি আমি ছেলে খেলার ছলেই নিয়েছি । জানি আমি কোন লেখক নই বা কোন নেতা ও নই আমি একজন সাধারন বাংলাদেশী একজন নিন্মমানের ব্লগার তাই ঐ ধরনের হুমকি ধমকি আমার সথে মশকরা ছাড়া আর কিছুই নয় ।

যাক সে কথা! আমার ঐ পোষ্টে আমি প্রকাশ করতে চেয়েছিলাম যে আমাদের দেশের ধর্মীয় উগ্রবাদীরা আমাদের স্বাধীন মুক্ত মত প্রকাশের জন্য কতটুকু বাধা অর্থাৎ আমাদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে আমাদের দেশের অন্ধ ধর্মীয় উগ্রবাদ তথা ধর্মীয় মৌলবাদীরা কতটুকু বিপদ জনক তার সাথে আমাদের সরকার তথা রাষ্ট্র ব্যবস্হ্যা ই বা আমাদের স্বাধীন মুক্ত মত প্রকাশের জন্য কতটুকু বাধা ! যারা আমার ঔ পোষ্ট পড়েছে তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পেরেছে । আমি আমার ঐ পোষ্টে আমাদের স্বাধীন মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে অন্ধ ধর্মীয় উগ্রবাদ তথা ধর্মীয় মৌলবাদীরা কতটুকু বিপদ জনক তা ইতোমধ্যে প্রমান হয়েছে অনেক বার তার পরেও নতুন করে প্রমান হলো মাত্র এক মাসের ব্যবধানে দুই জন ব্লগার তথা দুই জন মুক্তচিন্তার বাহককে হত্যার মধ্য দিয়ে । আমি আমার আজকের লেখায় ধর্মীয় উগ্রবাদীদের তথা ধর্মীয় মৌলবাদীদের অন্ধ বলে আখ্যায়িত করেছি ।

কারণ অনেক আছে অনেক যুক্তি তর্কে বেরিয়ে এসেছে ধর্মীয় উগ্রবাদীরা তথা ধর্মীয় মৌলবাদীরা সব সময় চোখ থাকতে ও অন্ধই হয় । তা আর একটি নতুন প্রমান ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকারীদের জবান বন্দিতে । ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকান্ডের সাথে জরিত দুইজন হাতে নাতে হিজরাদের হাতে ধরা পরার পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় পুলিশের কাছে জবানবন্দিতে খুনিরা বলেছে ব্লগে ওয়াশিকুর রহমান বাবু কী লিখতো তা তারা কখনোই পড়েনি শুধু বড় হুজুরের হুকুমে তারা ঈমানি দয়িত্ব পালন করেছে । তাই এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় ও প্রশ্ন যে তারা কতটুকু মস্তিক বিহীন অন্ধ যে শুধু মাত্র তথা কথিত বড় হুজুরের হুকুমে না জেনে না বুঝে এক জন মানুষকে তারা হত্যা করলো। শুধু মাত্র ঈমানী দায়িত্ব পালনের জন্য । ঈমানী দায়িত্ব কি তাদের কাছে শুধুই মানুষ খুন করা?

আজ যারা ঈমানি দায়িত্ব পালনের জন্য মুক্ত চিন্তার মানুষের খুন করছে তারা ও কিন্তু তাদের মতবাদ ব্লগ, ফেইসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বা পত্র পত্রিকা বা বইয়ে প্রকাশ করছে কিন্তু মুক্ত চিন্তার মানুষগুলো তো কখনোই তাদেরকে চাপাতি দিয়ে আঘাত করেনি । তারা তাদের প্রতি উত্তর করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মুক্ত মত প্রকাশের মাধ্যমে । আমাদের সরকার ও রাষ্ট্র যেন কোন ভাবেই আমাদের দেশের মুক্তমত প্রকাশের মানুষদের কে সমর্থন করতে পারছে না বার বার তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মীয় উগ্রবাদীদের কাছে মাথা নত করে আসছে । আর তাই ধর্মীয় উগ্রবাদীদের হাতে মুক্তচিন্তার মানুষদের খুনের আজো কোন সুষ্ঠ সুরাহা হয়নি বরং বার বার ধর্মীয় উগ্রবাদীরা সরকার বা রাষ্ট্রের কাছ থেকে কোন না কোন ভাবে পুরষ্কৃত হয়েছে । বরং সরকার বিভিন্ন আইন করে আমাদের মুক্ত মত প্রকাশের পথকে সংকুচিত করেছে যা আমাদের স্বাধীন গনতান্ত্রিক বাংলাদেশের জন্য মোট ও সুখ কর নয় । তাই এখনই সময় আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে ধর্মীয় মৌলবাদের কালো থাবা থেকে মুক্ত করি নয়তো আমরা অচিরেই অন্ধকারের কালো গহ্ববরে হাড়িয়ে যাবো সে দিন আর আমাদের অস্তিত্ব খুজে পাওয়া সম্ভব হবে না ।

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313532
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : একটি আজাইরা আবালীয় পোস্ট। মুক্তমণার সংজ্ঞাটা আসলেই কি?? আমার বড় দুই ভাই তাডের গোটা ভার্সিটি লাইফটাই ছাত্র ইউনিয়নে কাটিয়েছেন। আমি নিজেও কিছুদিন বাম রাজনীতির সাথে জড়িত ছিলাম। বাম ও নাস্তিকদের সাথে আমি মিশেছি, কথা বলেছি, তাদের যুক্তি শুনেছি কিন্তু তাদের মাঝে কখনো দেখিনি ১৪০০ বছর আগের কোন মানুষকে চরম গালাগালি করতে। স্রষ্টাকে তারা মানেননা কাজেই তাদের যুক্তিতে যার অস্তিত্বই নেই সেই সত্তাকে গালি দিয়ে কি লাভ? তাই তাদের সেটা করতেও দেখিনি। আমি দেখিনি তারা কোন নবীর স্ত্রী, কণ্যাকে চটি গল্পের প্রধান চরিত্রে বসিয়ে মনগড়া গল্প লিখে তা নিয়ে ঠাট্টা তামাসা করছে। আমি ২০১১ থেকে ব্লগিং করি, নিজেও বিজ্ঞানের ছাত্র ছিলাম কিন্তু আপনাদের তথাকথিত আবালমণাদের মাঝে ইসলাম বিদ্বেশ বাদে কোন কিছুই তো দেখিনি। ইসলাম নিয়ে গালাগালি করলেই মুক্তমণা কি চমৎকার লজিক। মীরপুরের অলিতে গলিতে ছোটকাল থেকে আমার যাতায়াত বেশি আমার সেকেন্ড হোম টাইপ এড়িয়া। আপনাদের বাবা আই মিন থাবাবাবার ছেলেবেলার বন্ধুর সাথে কথা বলার সৌভাগ্য আমাদের হয়েছিল। তিনি বলেছিলেন, থাবা সমসময় হীনমণ্যতায় ভুগত কারণ তার ধারণা ছিল তার বন্ধুরা তার থেকে বেশি এগিয়ে তাই সে চেয়েছিল এমন কিছু করতে যেন, যেন সবাই %E
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:২৯
254500
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মীরপুরের অলিতে গলিতে ছোটকাল থেকে আমার যাতায়াত বেশি আমার সেকেন্ড হোম টাইপ এড়িয়া। আপনাদের বাবা আই মিন থাবাবাবার ছেলেবেলার বন্ধুর সাথে কথা বলার সৌভাগ্য আমাদের হয়েছিল। তিনি বলেছিলেন, থাবা সমসময় হীনমণ্যতায় ভুগত কারণ তার ধারণা ছিল তার বন্ধুরা তার থেকে বেশি এগিয়ে তাই সে চেয়েছিল এমন কিছু করতে যেন, যেন সবাই তাকে নিয়ে হৈ চৈ করে। তাই প্রথমে চটি পরে ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানো। আপনারা এই ছোট সুন্দর দেশটাকে বিষাক্ত করে তুলেছেন। মানুষকে বিভক্ত করেছেন। জাস্ট কিছু টাকা কামনোর ধান্দা, বিদেশে বসতির ধান্দা, আর নামডাকের জন্য এমন সব জঘন্য কাজে নেমেছেন। বলা হয় মুক্তমণারা বিজ্ঞান নিয়ে ভালো জানেন তাই এসব বলেন কিন্তু আমি তো দেখিনা তাদের কোন বিজ্ঞান ভিত্তিক লেখা। ইসলাম বিদ্বেশিতা ছাড়া, গালাগালি ছাড়া তাদের কোন creativity নেই। মধ্যযুগে বিজ্ঞানের নেতৃত্ব ছিলই মুসলিমদের হাতে। আমি নিজেও বিজ্ঞানের ছাত্র ছিলাম। ২০১১ থেকে ব্লগিং করি অথচ আপনি বলছেন মুক্তমণারা শান্তিপ্রিয়। আমি নাস্তিকবিরোধী শান্তিপূর্ণ ব্লগিং করেও তাদের প্রতিশোধপরায়ণতা থেকে কখনো রেহাই পাইনি। তর্কে হেরে তারা ইনবক্সে মা-বোন তুলে গালাগালি, হুমকি-ধামকি দিত। মৃত্যুহুমকি, একাধিক ব্লগ আইডি ব্যান, আইনি নজরদারীসহ সব রকম হয়রাণি তারা করেছে। হ্যা! মুক্তমণাদের হাতে অস্ত্র কেন নিতে হবে, যেখানে তারা অন্যকে দিয়েই সে কাজ করিয়ে নিতে পারে? আর আপনারা কি ইদানিং গণকবিদ্যাও শুরু করেছেন? যেখানে এসব হত্যাকান্ডের কোন সুষ্ঠু তদন্ত হলোনা, প্রকৃত কারণ ও খুনীরাও দূরে সেখানে ইহারাই খুন করিয়াছে আমি দেখিয়াছি, এই টাইপ কথা প্রসব না করাই ভাল।
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
254504
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : মুক্তমনা মানে কিন্তু কাউকে অপমান না করা, কারও বিশ্বাসে আঘাত না করা, কারও মতে অমত না করা, শান্তশিষ্ট সদাতৃপ্ত সন্ন্যাসী টাইপের কোনও 'ভালোমানুষ' নয়। বরং উল্টো। তোমার মন ধর্মে, অসাম্য আর বৈষম্যের রক্ষণশীল সমাজে, প্রচলিত ধ্যান ধারণায়, শেখানো আচার ব্যবহারে ফিক্সড। এসব পুরোনা প্রথা যারা ভেঙে দেবে, যারা নতুন কথা বলবে, ভিন্ন ভাবনা ভাববে, তোমার সব হাবিজাবি কুসংস্কার ছুড়ে ফেলবে গায়ের জোরে নয় বরং বিজ্ঞানের জোরে, তোমার মনে আঘাত লাগবে জেনেও করবে, তোমার ধর্মীয় অনুভূতিতে কষে যুক্তিবুদ্ধির চাবুক চালাবে, তুমি অন্যায় করলে হিপোক্রিটদের মতো 'ভালোমানুষ' না সেজে তোমাকে অপমানজনক কথা বলতে দ্বিধা করবে না---তারাই মুক্তমনা, তারাই মুক্তচিন্তা করে। মুক্তমনা বা মুক্তচিন্তক ছাড়া পৃথিবীর কোনও সমাজই আজ অবধি সামনে এগোয়নি। যে সমাজে মুক্তমনা নেই, সে সমাজ দুর্গন্ধ স্থবির জলাশয়।
313539
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুক্তমনা মানে কি ইসলামে আঘাত করা ? মুক্ত মনা মানে কি শয়তানের বস ?ফালতু পোস্ট একটা !!

দেশে কিছু হলেই আলেম উলামাদের টেনে আনা পচা মগজের উদাহরন। আশিকুর হত্যা করেছে যারা তাদের বিচার চলতেছে আপনি কি জানেন যে মাদ্রাসার ছাত্র বলেছে ওরা সেই মাদ্রাসা থেকে বলা হয়েছে এসব মিথ্যে।
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৯
256915
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : আপনি কি যারা খুনি তাদের আলেম ওলেমা বলতে চান । হস্যকর ।
313545
০৭ এপ্রিল ২০১৫ রাত ১১:০২
সত্যলিখন লিখেছেন :

313548
০৭ এপ্রিল ২০১৫ রাত ১১:১৯
সজল আহমেদ লিখেছেন : প্রথম কথা হইলো ,মুক্তমনা হইতে হইলে আপনার বাংলা গ্রামার পড়া অতীব জরুরী....
মুক্তমত প্রকাশ কারীরা তো কখনোই তাঁদের চাপাতি দিয়ে আঘাত করেনি

হাঃ হাঃ কখনো শুনেছেন যে সংখ্যালঘু কর্তৃক সংখ্যাগরিষ্ঠ আক্রমণ হয়েছে?
বাংলাদেশে হাতেগোনা কয়েকটা নাস্তিক তাঁর উপরে আবার সর্বদাই দৌড়ের উপরে থাকে তাঁরা কেমনে কি করবে ?
আপনি অন্ধ নাকি সুযোগের অন্ধ ?
এইতো কয়েকদিন আগেও যুক্তরাষ্ট্রে ধর্ম পালনের দায়ে এক মুক্তমনা নাস্তিক কর্তৃক ৩ সংখ্যালঘু মুসলমান খুন হইলো আর এইটা ডেইলি মেইল ,বিবিসি ফলাও কইরা প্রচার করল । আপনে একজন উন্নত চিন্তার মানুষ হইয়া এই খবর রাখেন না ?
মুক্তমনায় বাংলাদেশ সয়লাব হইয়া গেলে বাংলাদেশে তত্‍কালিন রাশিয়ার নাস্তিকগো মত প্রত্যহ যে কয়টা ধার্মিকের লাশ ফালাইবে তা আল্লাহ্ই জানে !
নাস্তিক পলপট,স্ট্যালিন ,লেনিনগো কথা মনে পরলেই তো গা শিউরে উঠে ।
বাংলাদেশে কোন মুক্তমনা নাই যা আছে সব ধর্মবিদ্বেষী বলদা । এগুলারে মুক্তমনা কইলে মুক্তমনার অপমান হইবে।
313577
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যারা আজ মুক্তমনা নাম বহন করছে তারা মুক্তমনা নহে! ! তারা যুক্তমনা তারা নাস্তিকতার সাথে যুক্ত!! তো নাস্তিকতা প্রমাণ করতে গেলে ইসলামকে আক্রমণ করতে হয়!!!

আমাদের মিড়িয়ার প্রতি দিক্কার!! মিড়িয়া তাদেরকে মুক্তমনা নামে প্রচার করে......
313585
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৭
স্বপন২ লিখেছেন : ওনার পোষ্টে কেউ আর আগামীতে কমান্ট করবেন না। তাইলে পোষ্টের গুরত্ব থাকবে না। উনি এক সময় লেখা বন্ধ করে দিবে।
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৩
256912
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : মন্তব্যের জন্য কি কেউ লিখে ?
313604
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:২৬
রক্তলাল লিখেছেন : আপনি কতটুকু মুক্তমনা? বা উদার?

নাস্তিক হয়ে মুক্তমনা থাকা যায়?

বাংলাদেশের বিভিন্ন দল ও মতের যে নিষ্পেষণ হচ্ছে সরকারের দ্বারা সে ব্যাপারে কিছু বলেছেন কখনো?

গণজাগরণ মঞ্চ করে যখন ফাসির দাবি হয়, একই সময় জামাত শিবরের লোকজনদের দিনে গুলি করে মারা হচ্ছিল।

বিরোধিদেরকে কোনো মিছিল মিটিং করতে দেয়া দুরের কথা, তাদের সমর্থক পত্রিকা টিভি শুধু বন্ধ নয়, এসবের সাথে জড়িতদের পাশবিক নির্যাতন করা হচ্ছে -

োওসবের কি মত?

নাকি আপনারে বাশ দিলে কান্দেন, আর আপনার বিরোধীদের পাশবিক নির্যাতন করলেও সত্যিকারের কুলুপ মুখে দিয়ে বসে থাকেন?
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৭
256913
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : জামাত-শিবির যে তান্ডব বাংলার মাটিতে চালাচ্ছে তা কখনো ই সহ্য করা যায় না । বাংলার মাটিতে জামাত-শিবিরের থাকার অধিকার নেই ।
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৬
256936
রক্তলাল লিখেছেন : বাংলার মাটিতে ভারতীয় দালালদের ঠাই নেই।

বের করলাম আপনার আসল চেহারা।

০৫ মে ২০১৫ দুপুর ০২:১১
259523
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : ভাই ছাগল আপনি কাকে ভারতের দালাল বলছেন এই পাকি কুকুরের হারামযাদা জাত । তোদের বাংলার মাটিতে থাকার কোন অধিকার নাই । তোদের কে এই মাটিতে থাকতে দিয়ে সোনার বাংলাকে অপবিত্র করা হয়েছে ।
318251
০৫ মে ২০১৫ দুপুর ০২:২৬
রক্তলাল লিখেছেন : তোরে ধুতি পরায়া একটা রামছগলের সাথে বেধে সীমান্তের ওপারে ঠেলে দিলেই আমার কাজ শেষ। সহজ কাজ!

ওখানে ইচ্ছেমত তোর প্রিয় দাদাবাবুদের ময়লা ধুতি চেটে পরিস্কার করে দে গিয়ে। মেরুদন্ডহীন ভারতের ধুতিচাটা দাস, ভৃত্যের দল।



০৭ মে ২০১৫ রাত ১১:২১
259947
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : তাহলে তো তোমাকে লুংগী পড়াইয়া পাকিস্হানে পাঠালে ভাল হয় ওখান থেকে জংগী প্রশিক্ষন নিয়ে সাথে দুই চার টা বোরখা পড়া পতিতা নিয়ে ফুর্তি করতে পারবে ।
০৮ মে ২০১৫ রাত ১২:২৯
259971
রক্তলাল লিখেছেন : আওয়ামীদের রেকর্ড আছে ৭১ এ কোথাও গিয়ে পতিতাদের সাথে মদ খেয়ে ফুর্তি করতে
১২ মে ২০১৫ রাত ১০:১৭
260754
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : আওয়ামীলিগের পতিতালয়ে যাওয়া টা কি নতুন বা অন্যায় কিছু জামাতিরা যদি পারে তো অয়ামীলিগের দোষ কোথায় আর ৭১ মোল্লারা লুংগি উঠাইয়া লাগাইছে তো ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File